রুমা ঢ্যাং অধিকারী * দু'টি কবিতা
খেয়ালিয়া
খেয়ালের আশেপাশে একটি সামার, শরৎ ও একটি শীত
ধর্মরাজের মাথায় জন্ম নিয়ে
টুনটুনির মন্ত্র আওড়ায় আর কর্মযোগে শুকতারাটিকে
প্রধান জীবিকা করে মাইলখানেক হেঁটে...হ্রস্ব
ঐ উপাদানে ঈশ্বর
আংটিও বদল করে ফেলতে পারেন
দেহযন্ত্রের তিলক কেটে ফল্গুনদীর ধারে দিবানিদ্রা দিতে পারেন
যেমন আমি এখন পূর্বস্য চাঁদ টানছি
বাঘরাজার উদাস আত্মচরিতে
খোয়াবভরা সীমাহীন
অথচ প্রান্তরেখায় কি ভুলভুলাইয়ার দ্বিরাগমন?
তবে খেয়ালিয়াই এখন প্রথম সারির ঢেউ...
আন্ডার কনস্ট্রাকশন
আজকের থেকে তিন ডিগ্রি ওয়ার্মার---
মেন্টর যখন সম্ভাবনার ৯৫%-এ
পার্সপিরেশনগামী সাবমেরিনের উতরোল কাহিনীর কথা বলেন
শিউলির কূলে দাঁড়িয়ে ভাবি
মেনুর সেলুন খোলার প্রসঙ্গ
মুড়ি খাবো কি খাবো না
মুড়ির গার্নিশিং
উদীয়মান সুনাম...
গম ভাঙানোর জাঁতাকলে কিন্তু
ঝিরিঝিরি নড়ে ফ্ল্যাটেন সমাজের অজয় নদটি
জলের হিসাব মিলবে না অ্যাকশনরিপ্লেতে
প্রেসিপিটেশন পেরোলে যে
সংখ্যা, মহাপ্রস্থানের পথে একটি শীতার্ত দুপুর
কালকের থেকে ঠিক তিন ইঞ্চি টলার গার্লিক ইন্ডাস্ট্রি
এখন আন্ডার কনস্ট্রাকশন...
***********************************************************************************************************
ব্ল্যাকহোলের আধার থেকে জন্ম নেওয়া নীলচে কথাগুলো যখন মনের ঘড়া ভর্তি করে দেয়--- পোড়া এই সভ্যতা থেকে, জলন্ত চিতা থেকে উঠে আসে কিছু ভাবনা, কিছু অন্তরালের কথা। অব্যক্ত সেই ভাবপ্রকৃতি গুমরায় আর তাকে ঘিরেই যেসব শব্দের ঘূর্ণিপাক - এক নীরব যন্ত্রণাবোধ সেসবই নির্জন সময়ের ভাবজগতে ডুব দিয়ে তুলে এনে এই উলুবনে ছড়ানো যেন মুক্তো-- শব্দের মায়াজাল- কবিতার এই তো একমাত্র ধর্ম। কবিতার দেয়ালে লেগে থাকা উত্তমপুরুষ থেকে সবপুরুষ অতিক্রম করার এক খেয়াল। হঠাৎ করে পাওয়া এক জগৎ -- কবিতাজগৎ--মনের তাগিদে লেখা মনের টানে। কবিতা এক অসুখের নাম -- আমি সেই অসুখেই ভুক্তভুগী এক রুগী। কবিতার বই--- বাইশ স্কোয়্যার ফুট (২০১৮)





দুটো কবিতাই ভালো লাগলো
উত্তরমুছুন