শর্বরী চৌধুরী * দুটি কবিতা
পূর্ণ
সৃষ্টি তো আমারই মায়ায়
স্তব্ধতা গতির উল্লাসে
গতি আর গতির গান বিপ্রতীপ
ছায়ায় অপূর্ণতা ভাসে।
প্রেম
প্রেম তুমি পথেই উড়ান?
অনশ্বর সমর্পণ?
না এক বদ্ধ জলাশয় !
অপেক্ষার আত্মরতি !
***************************************************************************************************
শর্বরী চৌধুরী
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপিকা। আজকাল, কবি সম্মেলন, অনুষ্টুপ, আদম প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশিত। তিনটি গল্পের বই, একটি প্রবন্ধের বই ও তিনটি কবিতার বই--- মায়াঘর-প্রকাশক ধানসিড়ি, মখমলের ইস্তেহার -প্রকাশক পাঠক, অন্ধের সাইকেল ভ্রমণ -প্রকাশক আদম।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন