বিলকিশ বেগম * তিনটি কবিতা
অনন্ত ব্যবধান
তুমি নদীর ওপার
আমি নদীর এপার
মাঝে এক অনন্ত ব্যবধান
তবু দেখা
তুমি কতো দূর
তবু তুমি হৃদয়ের খুব কাছে
চেনা মুখ
চেনা অবয়ব
তবু যেনো কখনো অচেনা
তুমি দাঁড়িয়ে আছো
ওপরের কিনারে তোমার ছায়া
আমি দেখি দুচোখ জুড়ে
মাঝে মাঝে স্রোত
ভেসে যায় কতো পুরানো কথা
পুরোনো স্মৃতি
স্মৃতিগুলো কখনো আগুন
কখনো ধোঁয়াশা
তবু তোমাকে গেঁথে রাখি বুকের মাঝে
নিরপরাধ শূন্যতা
শিশির স্নিগ্ধতায় পথ হারায়
চিতার আগুন এর মত
জ্বলছে হৃদয়
জোনাকিরা মিছিল করে মধ্যরাতে
আকাশে হাসে চাঁদ
শেষ রাতের মতো
জড়িয়ে ধরলাম নিরপরাধ শূন্যতাকে
নতুন অধ্যায়
এসো গড়ি জীবনের এক নতুন অধ্যায়
ইচ্ছে করে মাঠের ধারে যাই
ছোট্ট করে ঘর গড়ি
যেখানে শান্তি বিরাজ করে নৃত্যই
সেখানে অবসাদ মনের থাকবে না কোনো বেদনা
***********************************************************************************
বিলকিশ বেগম
জন্ম ১৮৮২ সালে ৯ই ফেব্রুয়ারি। হাওড়া জেলার অন্তর্গত জয়পুর থানার থলিয়া গ্রামে। একান্ন বর্তি পরিবারে বেড়ে ওঠা। শৈশব থেকে নিজের পরিচিতি সত্তার মধ্যে কিছু গড়ার এক অদম্য প্রচেষ্টা।
স্নাতকে পড়তে পড়তে বিয়ে হয়ে যায় কলকাতায়। লেখালেখির ঝোঁক কৈশোর থেকেই। হঠাৎ একজনের প্রেরণা আসে। সেই থেকে লেখার শুরু। এখন প্রতিদিনই কিছু না কিছু লেখেন। সাহিত্যকেভালোবেসে আরো লিখে যেতে চান।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন