তাপসী লাহা * দুটি কবিতা
শেকড়
ভেঙে যাওয়া রাস্তার কান ঘেষে
বেরিয়ে পড়ে সাঁকোটা
পথে জল নেই,
ঘষা লেগে থেমে যাবে চলা,
আ্যাই দাড়া, শোনে কে কার কথা।
বুঝি ধারাপাতের দ্বন্দ্ব ,
শেকড় ছেড়া মেঘগুলো কুন্ডলী আঁকে বিবিধ শঙ্কায় ,
জলের তোড় মিশে যায় উপশম ,ক্ষত দীর্ণ দীর্ঘ পথে।
নতুনে পুরাতনে অধ্যায় গরমিল লেগে থাকে,
চিলেরা বেরিয়ে যায় পিছুটানময় বন্দিশিবির ,
পোড়া কারখানার জং ধরা ভালোবাসা ছুঁড়ে
সমুদ্রের নীল রঙা আকাশের মাথা ,
জল লেখে প্রতীক্ষার মত করে।
নিহত
মুখোমুখি হতে চাওয়ারা
দর্শক দ্রষ্টা ভ্রমে
মৃত্যুর মুখে শব জেগে সমাধি
দেয় প্রাসঙ্গিক সাপলুডোয়।
রাইক্ষত উড়ে আসে
ছাঁইমেঘ মায়াবী পর্দা
কপোতবতী কোন ঘরে আশ্রয় নামে।
কোলাহলহীন রোদেরা নাগর
ছুঁলো রোদ
বেদনাহীন বর্বর
ছুঁলো ভুল
পলাশের উসখুস
ইক্কনী ভ্রু -দল , সৌন্দর্যধারী নাম্নী
ওষ্ঠ শুধু ওষ্ঠ ভেসে আছে
প্রশান্ত জলের বুকচেরা সন্মোহনী পদ্মরা।
***************************************************************
জন্ম ১৯৮৬, দ্বিভাষিক কবি।গল্প লেখা শখে।পেশায় শিক্ষিকা।প্রথম কবিতা লেখা শুরু ৬ বছর বয়সে। প্রকাশিত কবিতার বই কুলিক থেকে অজয়।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন