উপরে চলে যান
প্রদীপ কুমার দে
অমর একুশে। নানা প্রান্তে নানান গ্রুপের শহীদ স্মরণের অনুষ্ঠান হচ্ছে। একজন মানুষ একপ্রান্ত সেরে অন্যপ্রান্তে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষণ দিয়ে ছুটছে। ঠিক পুজোর দিনের পুরোহিতদের মত। সকলের মন রাখতে হবে যে....
ক্লান্ত হৃদয়ে শেষ অনুষ্ঠানে হাজির। অনুষ্ঠান বাড়ির নীচে রাস্তায় গভীর শ্রদ্ধার সাথে মিটিং শুরু হল। ফুল মালা দিয়ে বেদীতে সাদাময় করে তোলা হল। শোকাবহ পরিবেশ। শহীদদের জন্য শোক প্রকাশ হচ্ছে। মনটা বড় দুর্বল। শরীর প্রায় ছেড়ে যাই যাই করছে! রোগবালাই অর্থকষ্টে মৃতপ্রায়। এর মধ্যেই একমিনিটের নীরবতা পালন হল।
সবাই সেই দিনের কথা ভেবে ভেবে দুঃখে কাতর! মহিলা সম্প্রদায়ের শরীর কালো অথবা সাদা শাড়িতে বেদনাবিধুর। মালা দিতে গিয়ে অনেক বয়স্কা কেঁদেও ফেললেন। নেতারা ভাষণে অনেক তথ্য দিলেন, বার বার বুঝিয়ে দিলেন আজ শোকের দিন,
-- বীরেরা আমাদের মাতৃভাষা রক্ষার্থে প্রান দিলেন, আজ তাদের কথা মনে রেখে আমাদেরও আরো কিছু করে দেখাতে হবে, আমাদের সকলকেই যেতে হবে আপনারাও দয়া করে একে একে উপরে চলে যান, ওখানেই বাকী .....
পুরোকথা শেষ হল না,সবাইয়ের মত আমিও চমকে গেলাম, বলে কি?
আমার পাশে দাঁড়িয়ে থাকা বয়স্ক মহিলা কেটে পড়তে চাইলেন।
বেশী না হলেও আমার মত অনেক বোকাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল।
আর ওক মহিলা বলেই বসলেন,
-- নাতিটাকে যে বড় করতে হবে। ছেলে বৌমা দুজনেই যে চাকরি করে .....?
পরিস্থিতি গোলমেলে দেখে কে একজন মাইকে ঘোষণা করে দিলেন,
-- সিঁড়ি দিয়ে উপরের ছাদে চলে যান, আরো সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও যে বাকী,ওখানেই হবে ......
***********************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন