শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

তীর্থঙ্কর সুমিত




তীর্থঙ্কর সুমিত * দুটি কবিতা 








কথনের ঝলক

কত ব্যর্থতা লিখে গেছে ইতিহাসের শিরোনাম

অন্ধ মননে জেগেছিলো কালের পুতুল

আজ তাকে লিখতে হচ্ছে অতীত

কাঁচা পাকা মরুবণ একদিন

বয়স পেরিয়ে হবে প্রাচীন

তবুও তুমি কথা রাখবেনা

আলো ছায়ায় হেসে উঠবে

কথনের ঝলক।











হেঁটে যাবে

কত কথা

ভালোবাসা অথবা মুহূর্ত

চৌরাস্তার মোড় দাঁড়িয়ে আছে একাকী

ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে দিচ্ছে

নিবিড় উত্তাপ

সময় অসময় সব যেন পাল্টে যায়

পাল্টে যায় আগামীর শৈশব

আমাদের যত ব্যর্থতা

উড়িয়ে দেব...

ধূলিঝড় বুকে নিয়ে হেঁটে যাবে অগণিত জনগণ।













*********************************************************************************************



তীর্থঙ্কর সুমিত

১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত  পত্রিকার নাম "আহোরী"  নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব,  কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য  ভাস্কর, স্বাধীন কলম সেনানী  ইত্যাদি উপাধিতে ভূষিত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন