তন্ময় চট্টোপাধ্যায় * দুটি কবিতা
এ-স্পন্দন-রাগ
কঠিন কর্মের কল্পকান্ড বুকে নিয়ে বেঁচে আছি
মুখের আগুন হল্কার পিন্ডবৃক্ষ, বসন্তের শৌচমু্র্তি,
আমি হা-হা অন্ধের যুপকাষ্ঠ নিয়ে দাঁড়িয়ে আছি
রোদের অতলান্ত ঘাসের ইন্দুজলের কুন্দ কুসুম বাগানে|
একলা নিরব বিতস্তার মতো একটা প্রাচীন স্রোত মনে করে
চুপ মানে নিরব শব্দের মতো মানে জটিল ব্যোমের অনাকাঙ্ক্ষিত গ্রহলোকের ব্যোপে গুপ্ত মত মন্দ পথিক আমি,হ্যাঁ, নির্ভুল আয়নাটা আমার কাছে আতঙ্ক
একটা জ্যোতি বলয় সঙ্গে করে বুকের ওমের স্ফটিক মতো নিভে যাওয়া কোন স্পন্দনীয় ঝিলিকের কৃত্রিম মেদুরতা ছাড়া আর কিছু নয়.....!!
কঠিন কর্মের কল্পকান্ড বুকে নিয়ে বেঁচে আছি
মুখের আগুন হল্কার পিন্ডবৃক্ষ, বসন্তের শৌচমু্র্তি,
আমি হা-হা অন্ধের যুপকাষ্ঠ নিয়ে দাঁড়িয়ে আছি
রোদের অতলান্ত ঘাসের ইন্দুজলের কুন্দ কুসুম বাগানে|
একলা নিরব বিতস্তার মতো একটা প্রাচীন স্রোত মনে করে
চুপ মানে নিরব শব্দের মতো মানে জটিল ব্যোমের অনাকাঙ্ক্ষিত গ্রহলোকের ব্যোপে গুপ্ত মত মন্দ পথিক আমি,হ্যাঁ, নির্ভুল আয়নাটা আমার কাছে আতঙ্ক
একটা জ্যোতি বলয় সঙ্গে করে বুকের ওমের স্ফটিক মতো নিভে যাওয়া কোন স্পন্দনীয় ঝিলিকের কৃত্রিম মেদুরতা ছাড়া আর কিছু নয়.....!!
যদি না
বুকের পুঁজ গলে যায় অন্ধকারে
একটি মহুয়া গাছের উপর, একটা শ্বেত হংসীর
চরৈবেতির আতিসজ্জ্যের মত ছড়াবেত্তি সম্প্রসারে....
তুমি কি কেড়ে নিতে পারবে তার মন
আমি নুনপান্তের উপস্থিতির মত আঁখি বাড়াই
সেই গলগ্রহে, যেখানে আমার সরল শিশু
হাতড়ে বেড়ায় তৃপ্তি, অন্বয়ের বিশালাকার কোন-
সেখানে রোদ পড়ে না,ছায়ায় মাড়ায় অনুন্নত দৃষ্টিকোন
আমি সেই সম্প্রীতিতেই খুঁজি সুর, বাঁচবার পাহাড়প্রমান স্তূপ
আর সেই স্তূপে ধ্বজার মতো নড়ে উঠি,নেচে উঠি
যদি না কোন পাখি তাকে স্পর্শ করে,মলিন করে মলে....যদি না....!!
বুকের পুঁজ গলে যায় অন্ধকারে
একটি মহুয়া গাছের উপর, একটা শ্বেত হংসীর
চরৈবেতির আতিসজ্জ্যের মত ছড়াবেত্তি সম্প্রসারে....
তুমি কি কেড়ে নিতে পারবে তার মন
আমি নুনপান্তের উপস্থিতির মত আঁখি বাড়াই
সেই গলগ্রহে, যেখানে আমার সরল শিশু
হাতড়ে বেড়ায় তৃপ্তি, অন্বয়ের বিশালাকার কোন-
সেখানে রোদ পড়ে না,ছায়ায় মাড়ায় অনুন্নত দৃষ্টিকোন
আমি সেই সম্প্রীতিতেই খুঁজি সুর, বাঁচবার পাহাড়প্রমান স্তূপ
আর সেই স্তূপে ধ্বজার মতো নড়ে উঠি,নেচে উঠি
যদি না কোন পাখি তাকে স্পর্শ করে,মলিন করে মলে....যদি না....!!
*******************************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন