শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

রাজেশ গঙ্গোপাধ্যায়



রঁদ্যেভু

রাজেশ গঙ্গোপাধ্যায় 


ঝাঁচকচকে চাঁদের আলোয় ভাসছে মহল্লা

ঘুমের সাথে হাঁটছে ব্যাথা দুজনে চুপচাপ

ফারাক মুছে ফেলতে থাকে উল্লাস ও উদ্বেগ

রূপকথার এক ঝিলে যেন বড়শি-গাঁথা মাছ

অপেক্ষমান…অনতিদূর…যাপনচিত্রময়


চলে যেতে গিয়েও আবার যে ডাক শুনে থামা

নিরুদ্বেগে শায়িত শব মাটির ভেতর, বীজ

উত্থিত হোক…উত্থিত হোক হরিদ্রাভ আলো

বলতে যা চাই, তা কি আদৌ শব্দে ব্যেপে আসে!

অনন্তরাগ...অতলস্পর্শ...অবিমৃষ্যকারী...













************************************************************************************************



রাজেশ গঙ্গোপাধ্যায়

 রাজেশ গঙ্গোপাধ্যায় 'কবি' পরিচয়ে চরম অস্বস্তি বোধ করা একজন। কবিতার সঙ্গে রয়েছেন দীর্ঘকাল। অশেষ পাঠক সত্তার পাত্রটিতে কখন যে অধক্ষেপ হিসেবে জমা হয়ে উঠেছে কিছু শব্দ, শব্দবন্ধ, বাক্য...আর সেসব ছাপার অক্ষরে প্রকাশিতও হয়েছে 'দেশ', 'কৃত্তিবাস', 'ভাষাবন্ধন', 'ভাষানগর', 'পরবাস', 'বাংলালাইভ.কম', 'নবকল্লোল', 'বম্বেduck' প্রভৃতি এবং আরো বেশ কিছু পত্রিকায়...তখন কবিতার প্রতি আরও ঝুঁকে এসেছেন। একাকী মুহূর্তগুলোয় রণিত হয়েছে তাঁর ইশ্বরের অমোঘ পংক্তি -"শুধু দশটা মিনিট ভালোভাবে বাঁচব বলে পুরোটা শতাব্দী কত কষ্ট করে বেঁচে রইলাম"..


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন