রথীন পার্থ মণ্ডল * দুটি কবিতা
তোমার ইচ্ছেগুলো
আজও হারিয়ে যাওয়া আমিটাকে
ফিরে পাবার অপেক্ষায় থাকি
অপেক্ষায় থাকি তোমার ডাকের
তোমার কথা ভাবতে ভাবতে
এখনও হেঁটে চলি নির্জন রাস্তায়
খামে বন্দী সব ইচ্ছেগুলো
সঙ্গী হয় আজও
রঙিন প্রজাপতি হয়ে
তারাও উড়ে যেতে চায় তোমার কাছে
তোমার রেখে যাওয়া ইচ্ছেগুলো
পূর্ণতা পায় আমার হৃদয় মাঝে
জানো শিউলি,
আমার একাকীত্বের আকাশে
তোমার পাওনার ডালিগুলো
নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে এখনও।।
মৃত্যুর কালো চোখ
মৃত্যুর নিকষ কালো ছায়া
আজ ঘিরে ধরে আমায়
আলোর উৎসের দিকে পালাতে চাইলেও
পালাতে পারি না আর
পালাতে পারি না বর্বরতার বুক ছেড়ে
যেখানে প্রতিটি দিন
প্রতিটি মুহুর্তে জন্মাই আমি
আসলে এই জন্ম-মৃত্যু, মৃত্যু-জন্মর
খেলা খেলতে খেলতে
কখন কোথায় যে
পাকে চক্রে চলে যেতে হয়
তা সত্যিই জানি না আমি
কারণ মৃত্যুর চেয়ে স্নিগ্ধ
তো কিছুই নেই আর
সত্যি বলতে জন্মের আলোয়
পথ চলতে চলতে কখন যে
মৃত্যুর কোলে ঢলে পড়ি
তা বুঝতেই কেটে যায় সময়
কেটে যায় হাজার বছর, হাজার জন্ম।।
রথীন পার্থ মণ্ডল
জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান শহরের রাধানগর পাড়ায়, ২১ শে জুলাই, ১৯৯১ সালে। মায়ের অনুপ্রেরণায় সাহিত্য জগতে পদার্পণ করেন। প্রথম লেখা প্রকাশিত হয় বর্ধমান জাগরণী পত্রিকায়। তারপর থেকে লেখার যাত্রা বহমান। এখনও পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ, দুটি ছড়াগ্রন্থ ও সম্পাদিত পাঁচটি সংকলন প্রকাশিত হয়েছে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন