শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

অণুগল্প * মালা ঘোষ মিত্র


 


ভাবনা   

মালা ঘোষ মিত্র


পায়েলের দুচোখে জল, সুজাতা তো তার নিজের মেয়ের থেকেও বেশি। দুই ছেলেকে মানুষ করার জন্য দীর্ঘ জীবন সংগ্রাম করতে হয়েছেপায়েলকে। দীর্ঘ ১০ বছর আগে দুই ছেলেকে বাপের বাড়ি রেখে এই বোবা, অর্থব মেয়েকে দেখভালের কাজ নিয়েছে। বিনিময়ে মোটা টাকা পেয়েছে ঠিকই, কিন্তু কঠোর পরিশ্রম, এতোটুকু পান থেকে চুন খসতে দেননি। হাসিমুখে সংসারের যাবতীয় কাজ করেছে। দাদাবৌদি নিশ্চিতে এক বিশ্বস্ত নারীর ওপর ভরসা করেছে। দুদন্ড বিশ্রাম করতেও পারিনি। সুজাতা অমনি মনিমা,মনিমা করে ডেকে উঠেছে।এই 'মনিমা'ছাড়া ও তো কিছুই বলতে পারে না।ওরচোখে কি গভীর আকুতি-----। 

পায়েলদেবীর জীবনসংগ্রামে ছেলেদুটি পড়াশোনা করছে কিন্তু কঠোরপরিশ্রম, বয়স তো হচ্ছে, কবে যে ছেলে দুটো একটু দাঁড়াবে, সমাজে প্রতিষ্ঠিতা পাবে , দীর্ঘশ্বাস বাতাসে ওড়ে------। 












**************************************************************************************************



মালা ঘোষ মিত্র


 কোড়ার বাগান বনগ্রাম, উওর ২৪ পরগণা
থেকে লিখছেন 
পিতা- কালীপদ ঘোষ  মাতা- মায়া রাণী ঘোষ।
জন্মস্থান--বনগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা----- বাংলায় অনার্স, এম.এ,
বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)
দেশে বিদেশে প্রচুর লেখা
প্রকাশিত হয়েছে,
নিজ কবিতা লিখতে, কবিতা পড়তে ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন