অমিত চক্রবর্তী * দুটি কবিতা
ভাঙা ইতিহাসের গুঁড়ো
এই যদি তাহাদের আসল রূপ হয়
মুখোস পরিয়া যদি নৃত্য করে তাহারা
প্রতিটি দুঃসংবাদে, প্রতিটি মনোভঙ্গে যদি
সাবানের বুদবুদের মতো ফেনা ছড়ায়
রঙিন ফানুশ, ঈর্ষাকারে ব্যাঁকাটেরা
একপেশে টান,
তাহলে আমরাও এসো একটু সরে আসি এবার
বৃত্তাকার ব্যূহ থেকে, আমরাও এসো কামরার
বাইরে মুখ রাখি, শূন্য পাঁজরে
ভরে ফেলি ভাঙা ইতিহাসের
গুঁড়ো, অন্ধকূপে খুঁজতে থাকি
বিস্ময়ের সাময়িক রূপ, সামগ্রিক রূপ,
এসো আমরাও পুরোটার স্বপ্ন দেখি,
পুরো স্বপ্নটা,
পুরো চেতনা, সংবেদনা, গা ছমছম
উদ্দীপনায় ডেটাগুচ্ছের আধিপত্য।
সমাপ্তির গল্প
আজ তোমার ভাগ্যে গুঞ্জন হাসি, আসুন
জড়ো হন, আজ বৃষ্টি নামবে মাঝরাতে
ভবঘুরে কবিতা পড়তে চায় জমায়েতে
আপনার ভাগ্যে আজ নড়বড়ে চেয়ার শুধু
আপনি আমাদের অভিভাবক বৃষ্টি মহাশয়
আমি সেলফি ঘুরিয়ে বরং অহং ছাপ তুলি …
এই কবিতাটা আমি যতবার পড়ি
একটা করে পুরোনো লাইন মুছে দিই,
তবু সমাপ্তিটা আমাকে তাড়া করে ফেরে,
সমাপ্তি লেখার মহারাজ ছিলেন আমাদের বন্ধুবর
জ্যোতির্ময়, সোজা নির্দেশে তার চৈতন্যবোধ জাগানো -
“এখানে কোনো অশ্রুপাত নয় বা কোনো
শাপশাপান্ত, উজ্জ্বল পাহাড় ডেঙানো
কোনো সূর্যাস্তের গল্পও মূর্খামি এখন।“
******************************************************************







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন