বৈশালী গাঙ্গুলী * দুটি কবিতা
বৃষ্টি ভেজা একটি দিন
চারপাশের আঁধারের নগ্ন শরীর বৃষ্টির জল চুয়ে একটু একটু করে আলো আকাশটাকে ফুটফুটে ফর্সা করছে, খুব মন্থর গতিতে, পৃথিবী বুনে নিচ্ছে নতুন ভোরের পাতায় আরো একটি নতুন আশা, স্বপ্নের খসড়া।
আর কিছুক্ষন পরেই মন্দিরের চৌতাল ধুয়ে জল গড়িয়ে যাবে গিরিজার রাস্তায় যার আষ্টেপৃষ্ঠে জড়ানো আছে আজানের শব্দ, ধর্মের মলাট জড়ানো ভিন্ন ঈশ্বর একই ব্রহ্মমুহূর্তে এইভাবে আড়মোড়া ভাঙ্গে বৃষ্টি ভেজা দিন।
তবে এমন ভাবনা যে পরিষ্কার থাকবে সব ক্ষেত্রে, সেই অঙ্গীকারের হদিস পাওয়া খুব কঠিন।
বোঝা যায় প্রকৃতি ধর্মের চেয়ে অনেক বেশী সাবলীল ও স্বাধীন।
অসংখ্য অসমাপ্ত কাহিনীর প্রথম অধ্যায়ের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ধরা দেয়-এই বিশেষ মুহূর্তে জেগে থাকা চোখের তারায়; আরো চেতনা, বেদনা, অনুপ্রেরণায় আশায়। আরো, আরো শতাব্দী এমন
করে প্রশ্ন খুঁজে বেড়াবে অসহায় মন।
প্রশ্ন ঘুরবে চারপাশে- যদি প্রেম দিলে না জীবনে,
তবে কেন আকাশ, বাতাস, নদী, পাথর, হিজল গাছে উঁকি দেওয়া শেষ জোছনার আলো মুছে দিয়ে যে আলো ফুটে উঠছে তা ধরা দেয় অ-প্রেমিকদের চোখের চারপাশে।
হারিয়ে যায় কেন সবাই অণু পরমাণুর স্তরে,
যেখানে শুধু 'আমি' বেঁচে থাকে ঝিঁঝিঁপোকার নিস্তেজ ডাকে, যা দিনের প্রলাপ আর বুলি সর্বস্ব কথার ভীড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
অনুরাগী হৃদয় আঁধার প্রেমের সারমর্মের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে, দৃশ্যমান কাব্য রচনা করে প্রতি ভোরে- আর তারপর-
An usual day starts with all it's glory, glitter and lot of prices to pay... Nevertheless the emotion leaves behind the feelings of 'being human' far away. Romance, love, emotion stays safe inside the pages of poetry...
We call it perfect Day...
কবি প্রেরণা বলে- "জীবন মরণ সীমানা ছাড়িয়ে বন্ধু আছো দুবাহু বারায়ে।"
একদিন
দূরের আকাশ আঁচলে ঢেকে রেখেছে মুখ লুকোনো মুঠো ভরা- সবুজ,
নির্লিপ্ততায় দাঁড়িয়ে আছে জড়তায় স্থবির মানুষ- অধম, অবুঝ।
চারপাশের আশা- গভীর দীর্ঘশ্বাসে খানিকটা শ্রান্ত,
অসংখ্যবার আলপথ ধরে বিরামহীন হেঁটে গিয়েছে অভিসারে পথিক; উদ্দেশ্য গোপন গল্প- একান্ত।
আগামী অপলকে চেয়ে থাকে দিগন্তের দিকে বিশ্বাসে-
একদিন, প্রহর গুনে গোধূলি ধরা দেবে জলতরঙ্গের সুরে;
একদিন ঠিকই বন্যা নেমে আসবে তৃষ্ণার্ত নদীর বুকে।
সাজবে প্রেম- একদিন, আবার শেষ বসন্তের ওপারে;
একদিন নিশ্চিত আলোর ঠিকানা খুঁজে পাবে - উষ্ণ বুকের গভীরে।
Until then sleep as if there is no tomorrow...Open your hand and let it go. Close your eyes again and think. For another dream, as beautiful as before.
****************************************************************
বৈশালী গাঙ্গুলী। অর্থনীতি নিয়ে পড়াশোনা। ছাত্র ছাত্রীদের অতি প্রিয় বন্ধু। সমস্ত ভারত তার ঠিকানা।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন