শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

শ্রীদাম কুমার




শ্রীদাম কুমার * দুটি কবিতা 







ঘাসে মিশে যাই

ঘাস জমির ঘাসে ঘাসে মিশে যাই

কফি হাউসের ছাপমারা

জুতোর সুখতলায়

পিষে মারবে বলে ...


অক্টোপাস আঙুলের কেরামতিতে

দিন দিন হচ্ছ নাক-উঁচু


গুগলি -মোচড়ের দক্ষতায় 

দাঁও মেরে নিচ্ছ খুব


দাঁত থেকে

বেরুচ্ছে কনকচাঁপা হাসি ---


দর্পিত উল্লাসে ছায়া ওঠে কেঁপে কেঁপে ..













ঢেকেছে আকাশ

১.

মেঘের পালক ছিঁড়ে খুঁড়ে

নীড় দিচ্ছ ফুঁড়ে মর্মন্তুদ


প্রাপ্তির ঊর্ধ্বাঙ্কে  মেপে যাব 

তোমাদের গ্রাফরেখা ...

লম্বা , লম্বা , এ যে লম্বা ---

তালগাছের মাথা ছাড়িয়ে ...


২.

ঢাক বাজে ধামসা বাজে ঢ্যাং কুড়কুড়

ওদের আঙ্গন তলে পলাশ কাঠ পুড়ে


আংরায় আংরায় কাক-কোকিল লুকোচুরি,

কোকিল-পোড়া ছাই আকাশে

আরো ছাই গাছের ছায়ায়


দিচ্ছো ছুঁড়ে নজর আঁতভেদী


পালকহীন ডানার বাদুড় তাই

ঢেকে দেয় আমাদের আজ

            সব কটি আকাশ ...








 





************************************************************************************************



শ্রীদাম কুমার  

জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩  ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।'কবিতার আকন্দ' নামে একটি সাময়িকী সম্পাদনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন