শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

গোবিন্দ মোদক




গোবিন্দ মোদক * দুটি কবিতা







সাবালক

অনেকটা পথ হাঁটবার পর 

বিনম্র একটা প্রণাম রাখি নিজেরই পায়ে।

ধুলি-ধূসরিত পা দু’টি 

চকিতে পিছিয়ে যায় কয়েক কদম।

গাঢ় স্বরে বলে —

থাক বাবা! আজকাল কেউ তো আর 

                         প্রণাম-ট্রণাম করে না! 

তাই প্রণাম করলে চমকে উঠি! 

আসলে জানো, 

আমরা সবাই বড় হয়ে গেছি অনেকটা, 

                    সেইসঙ্গে এক্কেবারে একা! 

নিজেই নিজের মধ্যে হাবুডুবু খাচ্ছি! 

ভালো-মন্দ না ভেবেই মন্তব্য করছি! 

নিতান্ত আপৎকালীন সময়েও 

অন্যের বাড়িয়ে দেওয়া হাত ধরতে গেলে 

                          মনে মনে ভাবছি — 

এই বুঝি ছোট হয়ে গেলাম নিজের কাছে! 

আচ্ছা বাবা, তোমার কি মনে হয় 

সম্পর্ক এতোটাই ঠুনকো হয়ে গেছে? 

আর বড়োরা যদি ছোটদেরকে …..


হঠাৎ সম্বিত ফেরে পায়ের। 

সে আশেপাশে কাউকে খুঁজে পায় না। 

পা সত্যি বলেছিল। 

আমরা সত্যিই সাবালক হয়ে গেছি সবাই।














শর্তভঙ্গ 


মুখোমুখি কথা বলতে বলতে 

যখন অনেকটা সহজ হয়ে এসেছে সবকিছু

তখনই তুমি আড়াল চাইলে; 

চায়ের উষ্ণতার সব শর্ত ভেঙে 

দেখিয়ে দিলে ব্লাকবোর্ডের অন্ধকার। 

তোমার বুকপকেটে জমিয়ে রাখা 

সব প্রতিহিংসা বের হয়ে এলো লাফ দিয়ে;

তারপর এক পা .. দু পা .. করে 

এগিয়ে আসতে লাগলো 

ঠিক আমারই দিকে! 

আহঃ! চিৎকার করার আগেই 

ফিরে এল আমার চেতনা। 

অথচ কি আশ্চর্য! 

দু‘হাতের সাঁড়াশি আক্রমণে 

তাকে পর্যুদস্ত করতে পারবো জেনেও 

আমি এক এক পা পিছিয়ে যেতে লাগলাম।

আমার শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সংগতি রেখে

পিছনের দেওয়ালটাও 

এগিয়ে আসতে লাগলো একটু একটু করে! 

তারপর আর কিছু মনে নেই। 

জ্ঞান ফিরতে দেখি – 

নিভৃত অন্ধকারে খোয়া গেছে 

আমার সমূহ একাকীত্ব।













************************************************************************************************



গোবিন্দ মোদক 

কথা:- জন্ম 05-01-1967 
শিক্ষাগত  যোগ্যতা :- M.Com (C.U.)।  
পেশা :- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।

    প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ *  গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি  সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন