শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

চন্দ্রাণী গোস্বামী




চন্দ্রাণী গোস্বামী * দুটি কবিতা 








বন্দনা

তোমাকে সাজতে দেখিনি

টিয়াপাখি দেখে তোমার শরীরে 

তাঁতের শাড়ির খোলতাই মনে হয়

তোমায় বরণ করেছি জোড়া পান দিয়ে---- 

নাভিমূলে মায়ের গন্ধ টের পাই,

নিজের পুরুষ জন্ম ধন্য মনে হয়।











প্রেমিকা

ভ্রমরটি ঘুরে ফিরে আজও তাকে ছুঁয়ে যায়

ছলনা করবে ভেবেই রাতের আঁধার

স্পর্শ করে তার চুল

তবুও ভোরের দিকে একখানা হাওয়া বয়, মিঠে

ষোড়শী মুখ ভেসে আসে, যাকে মনে করে প্রথমবার 

ভিজেছিল বিছানা, ঈষৎ রোগা, হলদেপানা মুখে

লাজুক চন্দন


আজও ব্যথার সারা গায়ে হাত বোলাতে বোলাতে ভাবি, 

                     আমার যৌবন ফুলের মঞ্জরীতে ভরে আছে।




**********************************************************



চন্দ্রাণী গোস্বামী

জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন