শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

জয়শ্রী গাঙ্গুলি




জয়শ্রী গাঙ্গুলি * দুটি কবিতা 







সময় 

প্রস্তুত প্রণালী জানা থাকলে

আদ্যোপান্ত ইতিহাস লেখা যায়,

চৈত্রের পাতা লাগা যে অসীম ঘোর

বেদনার ঢাকে‌ মুখ

তার রঙ আজও জেগে আছে


অথচ দিগভ্রান্ত এক চরের হাওয়া

বলে গেল

তোমার তো কোনো রঙই নেই:

বহুকাল আমি তবু হাঁটিনা এপথে --

কতো ঘাস ক্ষয়ে ক্ষয়ে আয়ু সামলায়

ল্যাম্পপোষ্ট‌ ছায়া শুধু দীর্ঘ হয়েছে

তবু দূর শঙ্খনীল সমুদ্র জাহাজ

কুয়াশার বুকে যেন আজও জেগে আছে।


মধ্যরাতের চাঁদ কবেকার কথা 

অস্পষ্ট তরমুজ ক্ষেতে অকারণ ম্লান

খরগোশ ধবল কোনো ম্লান জ্যোৎস্নায়

সাঁতার কেটেছে যেন তুমুল রোয়াকে।


বিক্ষুব্ধ সময়টুকু কাপাসতুলোয়

উড়ে যায় দিগন্তের অসীম সে পথে 

শূন্য সাঁতার কেটে আমরা সবাই

ঠিক যেন চলে যাই গাঙের ওপারে।

              



              







স্বপ্ন

নির্লিপ্ত ঘুমের মাঝে চোরাদ্বীপ জেগে উঠলে

লাল মোরামের‌ রাস্তাটা জুড়ে এক গোধূলি নামে

এসময় ঘন হতে থাকা জামবন‌ আঁধার খোঁজে সুপ্রাচীন আশ্রয়,

আমিও তখন এক ধারাস্নানে ভেজা

জুঁই জ্যোৎস্নার  তুমুল মাতনের

গল্প শোনাই,

বলে যাই কোনো এক রোদকান্না

ধানক্ষেত, পৌষরোদ তীব্র ফসলের কথা 

অথচ এখানে দেখো হাভাতে দুপুরে

উচ্ছ্বল গেঁয়োদল‌ , অরণ্য প্রাচীন

হৃদয়ের গহ্বরে গহ্বরে

বিষণ্ণ‌ প্রত্যাশায়‌ শুধু খেলা করে।


এমনই তীব্র দিনে আরো একবার

চেয়ে নিই কোড়াপাখি, নিরালা সে ডিঙি।













***********************************************************************



জয়শ্রী গাঙ্গুলি

কবি ও গল্পকার। প্রকাশিত কাব্যগ্রন্থ " বিচ্ছিন্ন নক্ষত্রভূমি '




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন