পত্ঝর
সাধন চৌধুরী
কত স্মৃতি মরে গেছে স্মৃতির ভেতর
যেমন ছুঁয়েছে জল নদীর পুরনো তল
একান্তে ফিরেছে শেষে আহত বধির
আরবার সে আকুল ফুরালো পাথার
উশখুশ যে বাতাস নিয়মের বাঁধ-ভাঙা
হারিয়েছে চেনা পথ অযথা নাকাল
প্রকাশ্যে বলেছি যত, বুক চাপা অন্তরাল
কথার গোপন অশ্রু বহ্নিমান ক্ষত
রয়ে গেছে চোরাস্রোত ; সেখানে অসুখ ছিল
জলজ বিষাদ তার, বাউল প্রতীক্ষা ছিল।
*******************************************************************
সাধন চৌধুরী
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন