অশোক কুমার দত্ত * দুটি কবিতা
মেলা থেকে ফিরে
হয়তো
তুমি রূপসা নদীর তীরে
আমার জন্যে গোধূলি হয়ে অপেক্ষা করে আছো!
খানিকটা পথ হাঁটলেই আমি মন ভালো করা বিকেলের।
আলো নিয়ে সেখানে পৌঁছে যাবো!
মেধা দর্প হারি রাবণ হয়তো তাড়া করবে আমাকে -
কিন্তু অনেক অশ্রুজলের শোক পেরিয়ে
অনেক রিক্ত কুটিরের বেঁচে থাকার আশা নিয়েই
এই বন্ধুর পথে আমি নেমে এসেছি !
তোমার কোলে মাথা রেখে আমি জয়ের গল্প নয় --
জয়ের পতাকা তুলতে চাই ।
নিভৃত জন্মদিনে
হয়তো
কোথাও শব্দ নেই! ভাঙাচোরা শব্দরা
ধীর পায়ে হেঁটে যাচ্ছে নৈঃশব্দের দিকে!
তুমি আরণ্যক -- রাত জাগা পাখি টির মতো আপনমনে
লক্ষ্য করে যাচ্ছো তার চলা ফেরা !
হয়তো
কোথাও কোনো ধ্বনি নেই ! আহত ধ্বনির
আর্তনাদ সব চাপা পড়ে যাচ্ছে নীরবতার
অতলান্ত সিন্দুকে !
তুমি নিশাচর -- আশ্চর্য নিভৃত নৈঃশব্দ্য প্রেমিক
শব্দময় ধ্বনির অমৃত পান করে ধীরে ধীরে
প্রত্যয়ী হয়ে উঠছো এই নিভৃত জন্মদিনে !
*******************************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন