শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

লিটন শব্দকর



লিটন শব্দকর * দুটি কবিতা 







অন্য হাট 

বাজারের পাশেই একটি সংবেদনশীল ঘর

রাত গভীর হলেই বাড়িটি রূপসি হয়ে ওঠে


দাঁড়িপাল্লার দোলন ঢংয়ে 

তিনটি আত্মা আসে


কয়েকটি স্টিকার্ড আপেল,  লোফালুফি খেলা


অঙ্গরাগের অঙ্গ তখন ঢোঁরা প্রত্যঙ্গ

সাঙ্গ হলে নিশিভোর











ক্রেতা এবং 

একটি হুল ফোটানো নিশ্ছিদ্র ঘুম

কিছু দীর্ঘশ্বাস প্রকাশ্যে চুরি


কিছু যৌবন; বিকেলের সোনালী অস্তরাগ

সুগন্ধী কাবাবের প্লেটে। 


কেউ জানেনা অথচ অনেকেই জানে

সব রাতই ছাইয়ের স্পর্শ কেনে











***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন