পলাশে খিদের রঙ
দেবাশীষ মুখোপাধ্যায়
সারা বছর অপেক্ষা দোলের এই কটা দিনের জন্য।।ভুবনডাঙ্গার মাঠের মুখটায় বুবলা গাড়ি দাঁড় করালো।করিমচাচার দোকানে এককাপ এলাচ চা খেতে দাঁড়াই প্রতিবার।দেখি রাস্তায় পলাশের মালা বিক্রি করতে একটা মেয়ে ছুটছে পথচলতি গাড়ির পিছনে । ছেঁড়া জামা,খালি পা, সারা মুখ খিদেমাখা।। হঠাৎ মেয়েটি পলাশের মালা বাড়িয়ে বলে উঠলো :" নাও না গো একটা মালা। তুমি মালা কিনলে মায়ের জন্য ওষুধ কিনতে পারবো। মায়ের খুব জ্বর কদিন ধরে "।বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠলো।ওর হাতে পাঁচশো টাকার একটা নোট দিয়ে বললাম:"মায়ের জন্য ওষুধ আর তোদের বাড়ির সকলের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাস"।
মেয়েটা একমুখ হাসি নিয়ে দৌড় লাগালো। অবাক বিস্ময়ে দেখলাম একমুখ লম্বা দাড়ির আমার ঈশ্বর হাসছেন পলাশের রঙে।
************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন