রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

বিকাশ চন্দ

 


বিকাশ চন্দ * দুটি কবিতা 



পুণ্যি পুকুরের জলে বিষের যন্ত্রণা 
 
শরীর জড়িয়ে বাঁচি দু'হাতে মানুষের প্রার্থনায়
অগুনতি আহুতি কালে ভেসে যায় নক্ষত্রের গান
বুক ভাসানো সমর্পণের খেলায় বেড়ে ওঠে জীবনের ঋন
উজানী সময়ে অনন্ত ঘূর্ণি ডাকে কক্ষ পথে
ভাসানী সময়ে জড়িয়ে গাঙচিল-পালকের নরম উত্তাপে
সকল ধর্মাধর্ম বেঁধে রাখি অচেনা জাতিকা আঁচলে 

কোন শুভ লগ্ন এঁকে ছিল জন্ম ঠিকুজী কে জানে
মড়ক মরশুমে আমাদের ভেতরে ও আত্মা ভাঙে বিন্দু বিন্দু 
কুণ্ডলী পাকানো পদ্ম নাভি পোড়ে জ্বলে নম্র বৃত্তের ছায়ায়
ঘরে বাইরে অসহ্য অসুখ বেঁচে থাকে আত্মার উত্তাপে
আযানে সান্ধ্য উজানে নশ্বর হৃদয় খোঁজে অমৃত আলো
চিত্রিত পাথরে স্তব্ধতা খোঁজে বিমূর্ত সময়ের শ্বাস 

সকল ঋতু কাল শেখায় বেঁচে থাকার কসরত 
উজ্জ্বল ভবিষ্যতের সীমারেখা ডাকে নিশীথ বিলাস
বেঁচে  থাকার অস্থির রাতে শুয়ে সকালের লাশ
অচ্ছুৎ শরীর বুকে কান পেতে কে শোনে আত্মার ঘ্রাণ 
খাঁচার পাখিও জানে নিষিদ্ধ সময়ে স্থির ব্যাধের নিশানা
হৃদয় জুড়ে এখন পুণ্যি পুকুরের জলে বিষের যন্ত্রণা






















বিচ্ছিন্ন চিত্রকলা 

জ্যোতির্ময় সময় জানে ভেঙেছে স্থিরচিত্র আত্মার ভেতর
অসংখ্য টুকরো টুকরো সঙ্গীত ছুঁয়েছে হৃদয় অসুখ
স্বপ্ন মেঘ বৃষ্টি মেলামেশা অফুরান মায়া টান
শরীর পাঁজর উজাড় জড়িয়ে মানব মানবী দেওয়াল
অথচ কেউ কেউ টেনে নিয়ে যায় রাতের গুহায় 
পরিত্রাণের স্বর হারায় জল জমি জিরেতে
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ঈশ্বর ঈশ্বরী ছিন্ন শরীর 
ঘিরে আছে সুন্দরী অরণ্য আর জল পাখি পালক

রাতের আগুনের ফুলকি উল্কি আঁকে অদ্ভুত মায়ায়
বিচ্ছিন্ন সময়ে কেবলই কি অশৌচ হাতে স্পর্শের অধিকার
উপচানো নদী জল ভাসানী বেলায় চর আঁচল ভেজায়
দাঁড়াবার মাটি কেড়ে নেয় রাতের সংকেত 
ঝলসে যাওয়া শরীর ছুঁয়ে অশ্রুত কান্না ভাঙে কথা ঘর
বিহ্বল বাতাসে অক্ষত মহিমা ভেসে যায় চৈতন্য গোধূলি 

আড়ালে রয়েছে উর্ধ্ব তর্জনী উন্মুখ হিংস্র জহ্লাদেরা 
প্রলুব্ধ বন্ধুদেরও চেনা মুখ বদলে যায় একাকী 
হিংসা হীন সকল প্রতিবেশী ঘিরে রাখে উষ্ণ অনুভূতি 
কেউ বলে পুনরুদ্ধার নাকি বেজোড় মানচিত্রে বিচ্ছিন্ন চিত্রকলা 




******************************************************************



বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩। 
 প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"। 
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।

বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩। 
 প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"। 
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন