শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

মলয় সরকার





















মলয় সরকার * দুটি কবিতা









নারীকে 


তোমার ভিতরে রূপ জ্বলে যায় তেজে,

তবু তুমি পুরুষের স্তুতি সুখ খোঁজো।

নিজের ভিতরে আছে অনন্ত আলোক,

তবুও দেখার তাকে নেই কোনো চোখ,

তোমার ভিতরে আছে অনন্ত সাহস,

তবু তুমি পুরুষের বাহুপাশ খোঁজো।

নিজেকেই চেনো আগে, নিজেকেই দেখ,

নিজেকেই আগে তুমি ভাল করে বোঝো।

তোমার বাহুতে বল অশনি সমান,

তবু তুমি খুশী হও পুরুষের ডাকে,

যখন তারাই দেয় অসম্মানে মেখে,

দয়া করে অনাদরে অবলার মান।

হাতে চুড়ি, পায়ে মল, কোমরের গোঠ-

খুলে ফেল, ছুঁড়ে ফেল সমস্ত জঞ্জাল-

মিথ্যে এ সাজগোজ, বৃথা  সং সাজা-

মিথ্যে রঞ্জনীতে তুমি রাঙিয়েছ ঠোঁট।

অন্তরে তোমার যদি বসন্ত পলাশ,

কেন তবে খুঁজে মর পুরুষের মুখে

মিথ্যা কিছু স্তুতি সুখ  বঞ্চনা আশ্বাস?



জ্বলুক তোমার চোখে বহ্ণিজ আলোক,

ঝলুক তোমার হাতে খর্পর কৃপাণ,

চিনে নাও হৃদয়ের অনন্ত ক্ষমতা-

বাজুক তোমার মুখে উন্মাদ বিষাণ।


তোমার জয়ের রথ অবিরাম বেগে

এগিয়ে চলুক তুলে বিজয় নিশান।




















ধ্রুব সত্য


আমরা দুজন সৃষ্টি করি, ওরা ভাঙায় মত্ত-

আমরা দুজন বাগান করি, ওরা খোঁড়ে গর্ত।

তোমার হাতে রঙের বাটি, আমার হাতে ব্রাস-

ওরা তখন ধ্বংসে মাতে লাশের পরে লাশ।

আমার চোখের দুই প্রদীপে তোমার চোখের আলো,

ওরা তখন প্রদীপ নেভায় আঁধার ভরা কালো।

আমি যখন ওষুধ জোগাই, তুমি জোগাও পথ্য-

ওরা ছড়ায় চতুর্দিকে বিকৃত সব তথ্য।

আমরা জ্বালাই জ্ঞানের আলো, ওরা ভাঙে ইস্কুল

আমরা যাকে সত্য বোঝাই, ওরা বোঝায়, সব ভুল।



ভাঙুক ওরা ভাঙবে কত, হারবে ওরা হারবে-

আমরা যত সৃষ্টি করি ওরা কি তা পারবে!

ধ্রুব জেনো পূব আকাশে রবির মতই জ্বলবে,

সত্য যা তা যুগে যুগে চিরকালই ফলবে।

























**********************************************************************************************



মলয় সরকার

গ্রন্থ যদিও প্রকাশিত হয় নি,লেখালিখি বহুদিন -বিভিন্ন পত্রপত্রিকায়, কবিতা, গল্প ভ্রমণ বিষয়ক লেখা।নানা সমাজকল্যাণ মূলক ও শিক্ষামূলক কাজে যুক্ত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন