শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

সৃশর্মিষ্ঠা


 


সৃশর্মিষ্ঠা * দুটি কবিতা 







নৈর্ব্যক্তিক 

ফুল আর স্তনে

কোনো পার্থক্য দেখি না


উভয়েই ফোটে, ঝরে 

                      নিঃশব্দে 

সাক্ষী থাকে 'সময়' নামক

নির্বিকার মৌমাছি












নদীমাতৃক 

পাহাড়ের ধারে ঝুলে আছে স্তন

নদীর জন্ম হবে ভেবে 

শিশুটি আসে রোজ, ডাকে 'মা'

গলার কুয়ো খুঁটে উঠে আসে নাড়ি


শাবক-হরিণটি

মাতৃহারা, তাকে দেখে কাঁদে

পৃথিবীর সকল মনখারাপ













******************************************************************



সৃশর্মিষ্ঠা

পরিচিতি : জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন