শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

শ্রাবন্তী বিশ্বাস


শ্রাবন্তী বিশ্বাস * দুটি কবিতা 







নাগরিক যাত্রা

উপকূল জুড়ে মীনদের স্রোতে ভেসে যাওয়া -

বাচাল নগর মহানগর ,

সেখানে তেল জল আলাদা আলাদা ।

আর এখানে ,

মেয়ে মাটি কাদা জল মরদ - সব মিশে এক ।


বাচাল নগর মহানগর , মহানাগরিক সব আয়ু ।

সেখানে সুইমিংপুল কারুর একার।


এখানে জরায়ু ভাসে জলে, ম্যানগ্রোভ গজায় পেটে।

এখানে বাঘ হানা দেয় রাতে,

বিছার বিষ ঝেরে বাক্সে।


এখানে মধু মাখে শাবক, জঙ্গল ঘন করে দুধে ঘুলে ।

এখানে উরু পরে থাকে খালপারে ,

দাফন হয় অর্ধেকাংশ। 


নৌকা অপেক্ষা করে জোয়ার এলে ভাসবার,

মহানগর নিরত চোখে খোঁজে গোধূলির মায়াবী রূপ।












অপাংক্তেয়

ওদের আমি কাঁদতে দেখিনি -

দেখেছি কেবল গ্রাস করতে,

সুন্দরের গা থেকে কাপড় খুলে হাসতে।

আতঙ্ক মাখানো চোখমুখে ওদের নড়বড়ে একটা বাসা।

ওদের হাতে বারুদের গন্ধ, নষ্টর দাগ!


ওরা মীমাংসা বোঝেনা

আয়ু কমায় হিংসার দাবানলে

রোজ আহুতি দেয় তোমাকে, আমাকে।

যাবতীয় কার্যকলাপের মধ্যেও চায় নদীটাকে শুষে নিতে।

নিয়ম করে যারাই ব্যাকরণ মানে,

তাদের স্তব্ধ করে দেয়।


ওরা পাহাড় ভালোবাসেনা

ভালোবাসেনা ফুল

আকাশটা যে দেশেরই হোক ওরা কালো রূপে দেখতে চায়।

মানুষের খিদে পেলে ওরা বালি গুঁজে দেয় মুখে

প্রতিবাদে আওয়াজ তুললে কণ্ঠ কেড়ে নেয়।

ঋতুদের পরিবর্তন ওদের কাছে মূল্যহীন।


আমি ওদের চিনি না , চিনতে চাই না।

চাই, ওদের ভোঁতা মানসিকতা ধারালো হোক ।।













*********************************************************************



শ্রাবন্তী বিশ্বাস 

জন্ম:- ১৯৯০ সাল, ১৮ই আগষ্ট  পিতা:- শ্রী অমর বিশ্বাসমাতা:- শ্রীমতী সারথী দেবী জন্মস্থান:- সোদপুর,নাটাগড়,(উঃ)২৪ পড়গনা  শিক্ষা:- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, স্নাতকোত্তর (বাংলা)। ছাত্রাবস্থা থেকেই সাহিত্যের বৃত্তকে পরিক্রমণের প্রবল ইচ্ছা। স্কুল ও কলেজের ম্যাগাজিনে প্রকাশিত কবিতা, গল্প ,অঙ্কন ইত্যাদির থেকে রূপ পেতে শুরু হয় মনের অন্তরের ভাষা। ক্রমশ প্রকট হয় কবিতার বিষয়বস্তু, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট, প্রেম, বিরহ, সামাজিকতা। বর্তমানে বেশ কয়েক বছর বেসরকারি সংস্থায় চাকরি করার পাশাপাশি বিভিন্ন পত্র ও পত্রিকায় নিয়মিত প্রকাশ পায় কবিতা। পরবর্তীকালে সর্বভারতীয় অনলাইন কবিতা প্রতিযোগিতায়(২০২১) "আহ্বানে বৈশাখ" কবিতা সেরার সেরা পুরষ্কৃত। বহু যৌথ সংকলনে লেখার পর প্রথম একক কবিতা গ্রন্থ " অন্তরাত্মা "(১ম খন্ড) প্রকাশিত হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা (২০২২ ) থেকে। কলমের সাথে সখ্যতার জন্যই গড়ে উঠেছে এই সৃজন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন