শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

বাবলু সরকার

 

 


বাবলু সরকার * দুটি কবিতা 







দুশ্চরিত্র

নাভি ছুঁয়েছে ওর বুকের সৌষ্ঠব। বহু ইমারতি দক্ষতা ওদের পিঁপড়ে গুলোকে ক্ষান্ত রাখতে পারছে না। বুকের জানালা খুলে চড়ুই এসে ঠুকরে ছিঁড়ে ক্ষতবিক্ষত করছে ওর যাবতীয় সৌন্দর্য। ওর নাভির উপর এখন শুধু পড়ে আছে কতকগুলো দুশ্চরিত্র মৌমাছির হাড়গোড়। দু'পায়ের মাঝে খড়কুটোর কোন বালাই চিহ্ন নেই। এইভাবে কতদিন চলবে দেহতাত্ত্বিক বেসাতিপনা। আর আর দু'দিন বাদে তুমি একটা পচা গন্ধ লাশে পরিণত হয়ে যাবে। তবুও ওই লাশেই আমি একবার শেষ ঘা মেরে আসতে চাই। 












দুর্লভ 

ওর জোড়া লাগা দুই ঊরুর মাঝে কতকগুলো ফুলের চারা। কাঁটা দেয় গায়ে যখন একটা সাপ এসে গাছ থেকে ফুল তুলে নিয়ে যায়। ওকে বকতেও পারি না সারারাত আদর করতেও পারি না আলোতে।অন্ধকার শরীর থেকে খুলে নিয়েছে সব নক্ষত্র। দূরের অনেক দূরের আকাশে এখন শুধু দম বন্ধ করা ওর আঁটো শরীর টা ঝুলে। ভুলে যাই ভুলে যাই আমিও এখন ছাই সূর্যের দিকে। তবু ওই দুর্লভ ডুব জলে একবার সমাপিকা ক্রিয়ার যতি টেনে দেব।ওর যৌন গন্ধ দেহে পিঁপড়ের মতো নামবো আর উঠবো। 













********************************************************************



বাবলু সরকার 

 বাবলু সরকার বাদকুল্লা সুরভিস্থান নদীয়া থেকে লিখছেন। পেশায়  প্রাইভেট টিউটর ও এল আই সি কর্মী।  নয়ের দশক থেকে লেখা শুরু হলেও দুই হাজার থেকে পাকাপাকি ভাবে লেখা শুরু। সম্পাদিত পত্রিকা "সম্ভব "। মূলত লিটল ম্যাগাজিনের প্রতিই আগ্রহ। কাব্যগ্রন্থ নেই। লেখা পাঠানোয় ভীষণ অনীহা। এই অনীহার কারণেই হয়তো কাব্যগ্রন্থ হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন