স্বরবর্ণ * আঠারো
চতুর্থ বর্ষ * প্রথম সংখ্যা
পয়লা বৈশাখ, ১৪৩১
১৪ এপ্রিল,২০২৪
ভোটের বাদ্যি বেজে উঠেছে অনেক দিনই। এখন সে দুয়োরে কড়া নাড়ছে। কান পাতলে শোনা যাচ্ছে ভোট-সংকীর্তনের বিচিত্র বোল। লাল- নীল- গেরুয়া- হলুদ- সাদা-র রণ হুংকার। হ্যাঁ, হুংকারই বটে, কথায়- কাজে, প্রয়োজনে পেশিশক্তিতে একে অপরকে পর্যুদস্ত করার নির্ঘোষ। রেডিও টেলিভিশন এফএম এক্স হ্যান্ডেল...বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা, সাধারণেরা, তার নীরব সাক্ষী।
নীরব, কারণ, সাধারণের অর্থাৎ কিনা ‘জনতা জনার্দন’-এর রায় প্রকৃতার্থে ঘোষিত হবে ব্যালট বক্সে। পাঁচ জুন,২০২৪। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র-উৎসবের রায় ঘোষিত হবে সেদিন। স্বাধীনতার পর থেকে প্রতি পাঁচ বছর অন্তর গণতন্ত্রের এই উৎসব পালিত হয়ে আসছে। এটাই দেশের রীতি, সংবিধান অনুসারে। আগামীতেও হবে। হোক। আপত্তি নেই ।
কিন্তু, আমরা যারা নিতান্ত সাধারণ মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের একটাই চাওয়া, এই ভোটযুদ্ধ রক্তশূন্য হোক। আর, ভোট উৎসবের ফায়দা যেন মুষ্টিমেয়ের পকেটে না যায়। ‘আমরা তো সামান্য লোক’ উৎসব- অন্তে ‘আমাদের শুকনো ভাতে লবনের ব্যবস্থা হোক।’
************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন