
সুধাংশুরঞ্জন সাহা * তিনটি কবিতা
ভাবছি ফিরব না আর
রাতের পুকুরে ডুবে থাকা চাঁদ আর
জলের কথোপকথন শুনি একাকী।
জোছনামুখর রাত যেন জোনাকির দেশ।
তবুও কি ছুঁতে পারি জলের ভাষা, বিভ্রান্ত হই,
কিংবা সোনালি ধানক্ষেত সংলগ্ন মিহি আলপথ ভেসে ওঠে মনে।
শুধু আঙুলের চাতুর্য দেখে অবাক হই বারবার!
রাত্রি এখন গভীর।
শেষ ট্রেন ছেড়ে গেছে বহুক্ষণ,
স্টেশন জুড়ে শুধু ছায়াছায়া কবিতার কুহক!
ভাবছি ফিরব না। কেন ফিরব আর?
অথবা শীতের হাহাকার
দরজা জানালা খুলে বসে আছি একা...
ফাগুন হাওয়া এসে শুনিয়ে যায় পুরনো গল্প
সাদা পাতায় তবুও পারি না কাটতে দাগ
বসন্ত বাতাস পারে নাকি মুছে দিতে
গ্রীষ্মের দাহ, বর্ষার ধারাপাত
শরতের মেঘ, হেমন্তের মায়া
অথবা শীতের হাহাকার!
বিষণ্নতম পঙক্তিমালা
শেষ বজবজ লোকাল স্টেশন ছেড়ে চলে গেছে বহুক্ষণ।
শুনশান প্লাটফর্মে এক অন্ধ অন্ধকারে লাঠি ঠুকে ঠুকে
রাতের প্রহর মাপার চেষ্টা করছে।
ক্রমবর্ধমান কালো মেঘ আকাশ ঢেকে ফেলছে...
আমি ভুলে গেছি আমার গন্তব্য।
আজই হয়তো লেখা হয়ে যাবে বিষণ্নতম পঙক্তিমালা।
হয়তো লেখা হয়ে যাবে তার যুগল ভুরুর নিচে শান্ত দিঘির অসমাপ্ত কাব্যভাষা,
কিংবা আশ্চর্য পৃথিবীর অনালোচিত নানান শ্যাওলাকথা লেখা হয়ে যাবে!
******************************************************************************************************
সুধাংশুরঞ্জন সাহা
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০ ইত্যাদি।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন