শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সম্পাদকীয়



স্বরবর্ণ 

সৃজনের মৌলিক স্বর 


স্বরবর্ণ * ১৯
চতুর্থ বর্ষ * দ্বিতীয় সংখ্যা 

৩২ জ্যৈষ্ঠ ১৪৩১* ১৫ জুলাই ২০২৪


সম্পাদকীয়


















ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হলো। নির্বাচন উপলক্ষে সাগরে-পাহাড়ে মরু-সমতলে অনেক অবাঞ্ছিত দৃশ্য ও ঘটনার সাক্ষী থাকলাম আমরা। অনেক তর্জন গর্জন। হম্বিতম্বি। স্বনামখ্যাত নেতা-নেত্রীদের। শাসক-বিরোধী কেউ কম যান না। আক্রমণ প্রতি আক্রমণে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন বলে কথা! 

নির্বাচনকে অনেকে গণতন্ত্রের উৎসব বলে থাকেন। উৎসব মানে খুশির হাওয়া, উৎসব মানে আনন্দের হিল্লোল। মনে-প্রাণে। কিন্তু এ কোন উৎসব, যে-উৎসবের প্রহরী হতে হয় গুলি বন্দুকধারী রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর? তাতেও কি রক্ষে? উৎসব প্রকৃতার্থে উৎসব হয়ে উঠতে পারলো? দেশের এ প্রান্তে--ও প্রান্তে এখনো কান পাতলে যেন শোনা যায় স্বজন হারানো মানুষের বুকফাটা আর্তনাদ, হাহাকার। গণতন্ত্রের উৎসবে এইভাবে ভোটের বলি হতে হবে প্রতিবার আমার-আপনার মতো ‘নুন আনতে পান্তা ফুরানো’-র মতো সাধারণজনেদের? এই কি নিয়তি এদেশের গণতন্ত্রের? নির্বাচনি উৎসবের? 

কবে, তুমি ভেবে দেখবে একশো চল্লিশ কোটির দেশ, হে আমার ভারতবর্ষ!!






*************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন