শুক্রবার, ১৪ জুন, ২০২৪

তুষার ভট্টাচাৰ্য

 




তুষার ভট্টাচাৰ্য * দু’টি কবিতা 











ভালবাসার আঁতুর ঘর

উড়াল পাখির দু' ডানায় ঝিকমিক রৌদ্র দেখলেই
চোখের পাতায় ভেসে ওঠে রাঙা পলাশের দিন ;
হলুদ ধানের খেতে মৃত পাখির পালক দেখলেই
হৃদয় গভীরে জেগে ওঠে মৃত্যু ভয়  ;
আর তখনই অলৌকিক জোছনায়
আমি ক্ষ্যাপার মতন  খুঁজি
ভালবাসার আঁতুর ঘর l


     


      

















চলে যাবো


এই প্রাচীন জনপদ, জল, আলো বাতাস,
 অরণ্য,শস্যভূমি,  উর্বর পলিমাটির শিকড়ে
কালের রাখাল হয়ে
আমি নীরবে ছড়িয়ে দিই মুঠো মুঠো স্বপ্নবীজ  ;
পাললিক শিলার বুকে খোদাই করে লিখে দিই
ভোরের কৈশোরের গোপন  ভালবাসার উঠোন জোড়া স্মৃতিকথা  ;
তারপর নিরর্থক জাবরকাটা দিনগুলির
কথা ভুলে
কালের যাত্রায় বাড়িয়ে দিই ধুলো মাটি মাখা  পা  ;
বন জোছনার গন্ধ নিয়ে পরিযায়ী পাখির মতন একদিন উড়ে চলে যাবো
ওই আকাশ গঙ্গায়  ;
শুধু রেখে যাবো - সন্তানের টোল পড়া গালে
স্নেহ ভালবাসার  অন্তিম চুম্বনের স্মৃতি  চিহ্নটুকু l




     

















*******************************************************************************************************



     তুষার ভট্টাচাৰ্য


তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ  ( কলকাতা বিশ্ববিদ্যালয়  ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন