দেবাশীষ সরখেল * দু'টি কবিতা
ঝুমুর মন্দির
গানভূমে মন্দিরে মন্দিরে দেখি দেব নাই । গবেষণা আছে ।
গবেষক বই লেখে ।
দেবরুপ লেখকের প্রতি ভক্তিভাব গ্রন্থ মেলায় ।
লাচনীর ছবি ছাবা ,ঝুমুরিয়া উলফা মারে গ্রন্থের প্রচ্ছদে ।
গ্রন্থগুলি হট কেক
সুলেখক ভগবান ।
টোকাটুকি ছাপাছাপাি সাজো সাজো রব ।
কবি একা মাছি মারে বুক স্টলে
অন্ধকারে মুড়ি মেখে খায় ।
অকস্মাৎ পড়ে থাকা গ্রন্থের ভান্ডার থেকে বৈকুন্ঠের
মাদল বইটি ধিমি ধিমি বাজে ।
কবি হতবাক ,মহাকাল হাত ধরে নিয়ে যায়।
মেলা খেলা পেরিয়ে কখন অপরূপ গান মেলা
চারিপাশে ঝুমুর মন্দির ।
জঙ্গল শহর
শান্তিজলের খোঁজে জঙ্গলে বসবাস
পেছনের নির্জনতা গুহামুখ
ধুনী গেলে রেখেছেন আগুন সহোদর ।
টিটুহী পাখির ডাকে অপরাহ্ন নামে ।
জয় পতাকা হাতে কুঠার ইয়োহিপাসশের খুলি ।
তোমার পদধূলি
নিল জঙ্গল পোচার ।
শহরের ছেলে
ভয় পেলে
দধীচি হলে
জঙ্গল বাদশা তোমাকে দিয়েছে এক নাম ,গোত্রহীন ঘর
প্রতিদিন শান্তিজল ঢালে
বয়ে যায় দক্ষিণ হাওয়া ।
তোমার আদরের ধনি
একদিন মূল্যহীন
জঙ্গলেরআশেপাশে
উকি মারে অশান্ত শহর ।
**********************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন