শুভশ্রী রায় * দু’টি কবিতা
অচ্ছেদ্য
একেক সন্ধ্যাবেলায়
জানলা দিয়ে ঘরে ঢোকে আকাশের মনখারাপ,
পথের যত ক্লান্তি, কার যেন ঔদাসিন্য....
ধূপ জ্বালি, প্রার্থনায় সম্পূর্ণ হয়ে ওঠে
ঘর ও অনাথ বারান্দা
দূরে কোথাও অনেক অনেক শব্দ হয়
হয়তো প্রচার আর উপাসনা মিলেমিশে
তবু আমাদের চারপাশ আশ্চর্য বিরল চুপকথা লেখে;
গত জন্মেরও সমস্ত পাওয়া না পাওয়া ধূপের
ধোঁয়ার সঙ্গে অনন্তে মিশে যায়,
ফুরিয়ে যাওয়া প্রিয় মানুষজন অচ্ছেদ্য বন্ধনে টানে।
একা একা
মোম কার কাছে বিক্রি হ'ল কী করে আন্তরিক বলি?
আমরাও কখনো কখনো দ্রোহে কেন না জ্বলি!
বাতি একা একা গলে শেষ, পড়ে না তো সাড়া
বুকে যারা নেয়, কারো কারো মুখ দেখানোর তাড়া!
চতুর চ্যানেলের সামনে আমরা প্রতীকী মোম জ্বালি,
গ্রাহ্য না করে নিজের মতো ফুঁসে ওঠে খবরখালি।
কেন অসফল মোমবাতি, মানুষের গর্জন কই?
নিজে যেন জ্বলে যাই যদি মিথ্যা প্রতিবাদী হই!
********************************************************************************************
জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন