শুক্রবার, ১৪ জুন, ২০২৪

বিকাশ চন্দ


দু’টি কবিতা * বিকাশ চন্দ















বর্ণ ঘর

প্রতিদিন জন্ম মাটি ছুঁয়ে দেখি
দেশ কাল মাটিও বোঝে মন্দোদরী প্রাণ
অক্ষম সময়ে অরক্ষিত বকুল আর প্রকৃতি পুরুষ 
নির্মোহ সময় দেখে সূর্যের গতি পথ
মাটির গহ্বরে গুমরে কেবল নাভিশ্বাস 
খণ্ড খণ্ড ছিন্ন কাপড় নাকি ডানা ছেঁড়া পাখির মরণ উড়ান
ছড়িয়ে ছিটিয়ে অজস্র দ্রৌপদী অন্তর্বাস
নির্বিকার জীবনের পথে বেপথু পঞ্চভূত 
জলের জন্ম মুখে কেবল পোড়ে দগ্ধ জরায়ু 

দাবার চালে আঁতকে ওঠে রাজা মন্ত্রী সব
অকালে উল্টো নৌকায় খেলে ক'টা মাছ
প্রতিদিনই জলছবি আঁকে বালিঘরে
সিঁদুর মাখা গলুইয়ের বাঁকে সমুদ্র বাতাস ভাঙে
কে কবে উজানে নৌকা ভাসায় তীর্থের উল্লাসে

কত শত সম্ভাবনা ভেসে যায় তীর্থের কাকের ডানায়
কষ্টার্জিত বর্ণমালায় ছড়িয়ে লালমাটির ধুলো 
আলুথালু ছড়িয়ে আত্মার ভাষা জল কাদা মাখে
আগামী অন্ধকারে ফুটে ওঠে যদি আগুন ফুলকি
ব্ল্যাক বোর্ডে জন্ম নেবে ছন্দোবদ্ধ নক্ষত্রের সারি
জেগে ওঠে সংসারে অক্ষর মিছিল সকল বর্ণ ঘরে














অন্ন ভূমি

আমাদের আত্মজনের ব্যথা দিনের রোদ খায়
রাত্রে ছুঁয়ে যায় জোনাকি দানা মায়াময় 
এক ইঞ্চিও জমি ছেড়ে দেয়নি প্রতিদিন হাহাকার 
চৌকস পাশার ক্যানভাসে কে বা আঁকে নিঃস্ব আকৃতি 
বন্ধকী ঋণের কুশলতায় ঘিরে আছে কাল ভৈরব 
প্রতিদিনই অস্ফুট যন্ত্রণা দেখে ঘরে বাইরে 
সকল কুঁড়ে ঘরে আশ্চর্য অরন্ধন কুঁকড়ে নিষ্প্রভ প্রতিবাদী 
বেতালা আর্তনাদ পথে ঘাটে দিন গোনে চৌপহর 

তবুও মোহকালে সুর তোলে শরীরে নূপুরের ধ্বনি 
খোলা মাঠে ব্যস্ত বাঘিনি বিপন্ন খেলাধুলা 
বৃদ্ধ বটের বাকল খুলে পড়ে জ্বলে ওঠে ধুনী 
গোপন যন্ত্রণার দাগে কে দেয় কষ্টের মলম
সকল সাফল্যের প্রত্যয় প্রতিদিন রাতে জ্বলে পোড়ে
কেউ কোনো দিন দেখেনি শরীরে লুকোনো চিরন্তন আঘাত

প্রতিদিনই মৃতের নিঃশ্বাসে পারানী সময় সুর তোলে
উঁচু নিচু কোথায় সঠিক সংজ্ঞা দেবে কেমন তালিকা 
সুদূরে চিহ্ন আঁকে কেউ সে কি যবনিকা নাকি স্বস্তিকা 
যাপন কালে কেবল মাটি খোঁজে আমাদের অন্ন ভূমি










******************************************************************



বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩। 
 প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"। 
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।

বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩। 
 প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"। 
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন