শুক্রবার, ১৪ জুন, ২০২৪

তন্ময় চট্টোপাধ্যায়

 


তন্ময় চট্টোপাধ্যায় * দু’টি কবিতা


আলোর কবিতা

তিক্ত একটা মরুর মতো মুখ
আমার শোবার ঘরে করে আর্তনাদ -!!
তোমার শুষ্ক চোখের আলোয়
স্পষ্টত ভেসে যাই- অনাদৃত নিনাদ|
কেউ আমার গভীরে কুঞ্জ সাজায়
তার ছায়ার হাওয়ায় স্নানিত হই প্রতিদিন
মনের বিথিস্নাত গুহার মতো অন্ধকার
এ প্রাণজুড়ে ডুগডুগি বাজায়,করে প্রহার...
তুমি কি রোজ প্রাতে কাকলি লেখ-
কন্ঠভরে অনুনয়ী গান বাজাও পংক্তি-পাতায়?
সেই কাগজের রিল আমি পুঁতব ঘরের টবে
সঞ্চারিত চারা মতো সে জাগবে কবিতায়!!













লোভ-১

আজকেই গোলদারি দোকানে গেলাম
দেখলাম- কাঁচা তাজা প্রাণের আর্তনাদ!!
দেখলাম- ছোট লোকদের বিত্যেব,আগুনের মতো জিভ-
লাল পড়ে মাটিতে লেগেছে চাষ-
মাঁছির ভনভনানিতে টিকছে না মনের গৌণবিবেক
হাওয়ার গরমে নাভীর উল্টোপিঠ হচ্ছে মৌচাক
আর চোখের আলো ঠিকরে বেরোচ্ছে নারীর গৌণ অন্তর্জাল থেকে
আমি বুঝতে পারছি- গোটা দুনিয়াটা বিক্রি হয়ে যাচ্ছে ক্রমশ
বিক্রি হয়ে যাচ্ছে সহজিয়া ঘরের বধূটিও-
তার সঙ্গে বিক্রি হচ্ছে অন্ধযুবক- নবনাটকের জলসায়
তুমি কি ঠুনকো পাত্রে এক চামচ মধূ গরম করবে
ওই ঘা'টায় লাগানোর জন্য সামান্য এক চিমটে মধূ?
তবে এই নাও আমার ঠোঁটের ঝাঁপি থেকে টুপ করে
তুলে নাও টাটকা গরম মধূ -লাগিয়ে নাও যেকোন দগদগে ঘা'য়ে
যেন বোঝা না যায় তোমার অন্ধ ফাগুন বিক্রি হয়ে যাচ্ছে কিনা কোন গোপন লোভের দোকানে
দেখো,যেন বোঝা না যায়-------!!
























 

*****************************************************************************************





তন্ময় চট্টোপাধ্যায় 


কবি তন্ময় চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৯০ সালের ১৪ই আগষ্ট, বাঁকুড়া জেলার অন্তর্গত সোনামুখী শহরে| কবি বেড়ে উঠেছেন সোনামুখীর অন্তর্গত ডিহিপাড়া গ্রামে|তিনি ছোট থেকেই খুবই প্রতিভাবান ও লাজুক প্রকৃতির ছিলেন| তার পাশাপাশি গানবাজনা ও খেলাধুলার প্রতি তাঁর একটা বিশেষ আগ্রহ ছিল, খুবই সুন্দর গানের গলা পাড়াপড়শীর মনে একটা বিশেষ দাগ কেটেছিল| ছাত্রজীবনে সাংস্কৃতিক ও ক্রীড়াবিভাগে অনেক আঞ্চলিক পুরস্কার পেলেও মাধ্যমিক পরীক্ষায় শারীরিক অসুস্থতার কারণে তার আশানুরূপ রেজাল্ট হয়ে উঠতে পারেনি, কিন্তু তাঁর অদম্য চেষ্টা তাঁকে আজও একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু প্রতিবন্ধকতা এমনি সচ্চার হয়ে ওঠে যে আজও তিনি তার অদম্য লড়াই একাই লড়ে যাচ্ছেন| তিনি মাত্র ১৪ বছর থেকে লেখা শুরু করেছেন ও এখনও বহু গুণী মার্জিত পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হবে এবং হচ্ছে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন