সন্দীপ রায় নীল * দু’টি কবিতা
জা ন লা -২
মেঘ ঘনিয়ে এলে
জানলার ওপার থেকে
মুখগুলো ভীষণ ডাকে।
অতর্কিত ঝড়ে বাঁদরলাঠি গাছটা মাথা ঝাঁকায় ।
শৈশবের হাতগুলো টেনে টেনে ধরে...
জলের ঝাপটায় স্মৃতি সেঁকে নিই ।
স্কুল পালিয়ে ভেজা,কচুপাতার ছাতা ,
মা'র বকুনি কিম্বা
জল কেটে কেটে বাওয়া কাগুজে নৌকোরা
মুখ চাও়াচাওয়ি করে
জংধরা সারশির ওপাশে ।
গৃহস্থালি
ঝরা মাঘের রোদ কমে এলে
আব্বা চিঠি লেখে অন্য কৃষ্ণচূড়ার নামে
মা সমস্ত দুপুর জুড়ে জুড়ে সেলাই করে
স্বপ্ন আর সাধ।
নরম চুলগুলো ছড়িয়ে থাকে
চুর্নির জলের মতো
আজানের সাথে সাথে হ্যারিকেন আলো
আঁধারকে আরও কিছুটা জীবন্ত করে তোলে
সংবেদী হাতে সেঁকে দেওয়া
জীবন রুটির কিছুটা পুড়ে যায়
নীরব অভিমানে,
অভিধান থেকে সেই কবে বাদ পড়েছে নালিশ।
উসরা পেরিয়ে
কল তলার পিছল ঘাটে
আমার এক একটা
আধপোড়া কবিতা জমা হয়
মা'কে সামান্য আলো দেবে বলে ।
*******************************************************************
পিতৃদত্ত নাম সন্দীপ রায়।জন্ম পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ। স্কুলজীবন থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা ও এলোমেলো লেখার চেষ্টা। পেশা শিক্ষকতা। অবসরকালীন সময়ে ছবি আঁকা,বই পড়া ও প্রকৃতি অবলোকনে নিজেকে নিমগ্ন রাখতেই পছন্দ। কবিতা ছাড়াও গল্প,উপন্যাস,রম্যরচনা,অনু এবং পরমাণু গল্প,গান, আর্টিক্যাল প্রভৃতি লেখেন।প্রকাশিত কাব্যগ্রন্থ "লহমার অনুরণন"(২০১৮) এবং "আঁধার নশ্বর নয়"(২০২১) ২০২৩ এ কলম আন্তর্জাতিক পুরস্কার(সিলেট,বাংলাদেশ), মুসলিম সাহিত্য সম্মাননা২০২৩(মুসলিম সাহিত্য পরিষদ,ঢাকা,বাংলাদেশ) এবং সাহিত্য সম্মাননা ২০২৪ (কালিগঞ্জ প্রেস ক্লাব,সাতক্ষীরা,বাংলাদেশ) পেয়েছেন। আগে নীল অর্কিড ছদ্মনাম ব্যবহার করলেও বর্তমানে সোস্যাল মিডিয়ায় সন্দীপ রায় নীল নামেই লেখালেখি করেন। প্রেরণা: মা এবং স্বামীজী।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন