শুক্রবার, ১৪ জুন, ২০২৪

জীবন সরখেল




জীবন সরখেল * দু’টি কবিতা 





ইচ্ছে 

স্নিগ্ধ জলের ধারা একান্তে আজও 

আন্তরিকভাবে বিলিয়ে যায় নির্ঝর..... 

হাজারো পশু,পাখি,প্রাণী 

তৃষ্ণার্ত হয়ে তার কাছে ছুটে আসে;

আরো বেশি চাওয়া পাওয়ার 

ঘূর্ণিতে আটকে যাওয়া সভ্যতার প্রয়োজনে 

নীরবে নিজেদের সবকিছুই ভালোবেসে উজাড় 

করে দেয় ঘন অরন্য;

দেখি;অন্ধকার গুহামুখে মশালের আলোয় 

মুছে যায় সব মিথ্যের অসুখ... 

নদী ও যুবতী যেমন নরম বুকে সমাজ ও সভ্যতাকে 

চিরকাল ধরে রাখে কবিতাও ঠিক সেভাবেই 

কেবল মানুষের সুখ দুঃখের শরিক হয়ে উঠতে চায়।











সুখ 

ইহজাগতিক যাবতীয় দৈহিক সুখভোগের 

পেছনে পেছনেই নাকি অবধারিতভাবে আসে দুর্ভোগ......

তবু সর্বোচ্চ দৈহিক রমনসুখ ও সোমরস থুড়ি 

সুরাপানের হাতছানি এড়াতে পারে না বুদ্ধিশ্রেষ্ঠ মানুষ !

সর্বোচ্চ মানসিক সুখের সাথে একাকীত্ব অবস্থান 

চিরকাল তীর্যক হাসি হাসতেই থাকে........

জন্ম ও মৃত্যুকালীন সুখ- দুঃখবোধ কেই বা 

সেভাবে লিপিবদ্ধ করতে পারেন?

তবে অনিত্য ও নিত্যসুখের সমস্ত বেড়াজাল 

জীবন মন্থনে অজান্তেই একদিন ঠিক ছিন্ন হয়ে যায়।












****************************************************************



জীবন সরখেল

১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন