সন্দীপ ঘোষ * দু’টি কবিতা
আমার মন্দির
শব্দ দিয়ে গড়তে চেয়েছি আমার কংক্রিটের মন্দির------
ইট,বালি,সিমেন্টের শব্দভান্ডার নিয়ে জমজমাট আমার
অভিধান |
সুদীৰ্ঘ পাঠের যাত্ৰায় ক্লান্তি, একঘেয়েমি-------
ক্ষণিকের আশ্রয়ে-বিশ্রামে একটুকরো প্রশান্তি |
পাঠকের হৃদয়ে আধ্যাত্মিকতায় পরমানন্দের হিল্লোল---
দেওয়ালের প্রতিটি ইটের খাঁজে খাঁজে, দৈবশক্তির
আশীৰ্বাদ |
জগত্জ্জননী শ্রী শ্রী মায়ের ইচ্ছায়
এই মন্দির সবার জন্যই মুক্তদ্বার |
বিস্ময় চেতনা
নিবেদিত প্রাণ এক বিস্ময় চেতনা
যা দিয়েছি সঁপে অমূল্যরতনে |
চাহিদামুক্ত চেতনানন্দের মসৃণ পথে
নেই ফিসফাস, নেই তামসিকতা
বিরাজিত শান্তির বার্তা ------
বাণী হয়ে ঝরে পড়ে অশান্তির দাবানলে |
তপ্ত প্রদাহে জমাট বাঁধা বরফ,
যখন অসাড়তাকে আলিঙ্গন করে,
বিস্ময়চেতনার দুয়ারে কে যেন কড়া নাড়ে |
একসময় তাপ কমে, বরফ গলে-----
ধীরে-ধীরে শান্ত, স্নিগ্ধ শুদ্ধতার রতনে
ফুটে ওঠে পরমানন্দের চিহ্ন |





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন