শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সন্দীপ ঘোষ


 


সন্দীপ ঘোষ * দু’টি কবিতা 







আমার মন্দির

                 
শব্দ দিয়ে গড়তে চেয়েছি আমার কংক্রিটের মন্দির------

ইট,বালি,সিমেন্টের শব্দভান্ডার নিয়ে জমজমাট আমার 

অভিধান |

সুদীৰ্ঘ পাঠের যাত্ৰায় ক্লান্তি, একঘেয়েমি-------

ক্ষণিকের  আশ্রয়ে-বিশ্রামে একটুকরো প্রশান্তি |

পাঠকের হৃদয়ে আধ্যাত্মিকতায় পরমানন্দের হিল্লোল---

দেওয়ালের প্রতিটি ইটের খাঁজে খাঁজে, দৈবশক্তির 

আশীৰ্বাদ | 

জগত্জ্জননী শ্রী শ্রী মায়ের ইচ্ছায় 

এই মন্দির সবার জন্যই মুক্তদ্বার |

                              












বিস্ময় চেতনা 

             

নিবেদিত প্রাণ এক বিস্ময় চেতনা

যা দিয়েছি সঁপে অমূল্যরতনে |

চাহিদামুক্ত চেতনানন্দের মসৃণ পথে 

নেই ফিসফাস, নেই তামসিকতা

বিরাজিত শান্তির বার্তা ------

বাণী হয়ে ঝরে পড়ে অশান্তির দাবানলে |

তপ্ত প্রদাহে জমাট বাঁধা বরফ,

যখন অসাড়তাকে আলিঙ্গন করে,

বিস্ময়চেতনা দুয়ারে কে যেন কড়া নাড়ে |

একসময় তাপ কমে, বরফ গলে-----

ধীরে-ধীরে শান্ত, স্নিগ্ধ শুদ্ধতার রতনে

ফুটে ওঠে পরমানন্দের চিহ্ন |

                      



   
















***********************************************************************************************




     সন্দীপ ঘোষ


জন্ম-06/01/1975, তালডাংরা, বাঁকুড়া থেকে লিখছেন।  বানিজ্যে স্নাতক । ছাত্র বয়স থেকেই লেখার নেশা। তবে, প্রকৃত লেখালেখি শুরু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাঠকের কলম বিভাগে । রেডিও -টিভিতে চিঠি পাঠানোর অদম্য নেশা । জীবনের টানাপোড়েনে সাময়িক বিরতি । 2016'সালে দৈনিক যুগশঙ্খ পত্রিকায় পাঠকের কলম বিভাগে আবার লেখা শুরু। প্রথম গল্প প্রকাশ পায় বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ছোটদের জন্য 'সেতু জুনিয়ার 4 ' গল্প সংকলনে, গল্পের নাম 'পাঁচু দাদুর বাগান'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় গল্প-কবিতা- প্রবন্ধ প্রকাশ। ভালো বাসেন নিজের লেখা গানে সুর করতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন