শুক্রবার, ১৪ জুন, ২০২৪

রতন পালিত

 




রতন পালিত * দু’টি কবিতা 




চাণক্য বাণী 
                
শ্বাস ফুরাবার আগে
অবিশ্বাস্য তোমায় দেখছি, অঙ্গীকার ভ্রম !
রেটিনা, একবার বলবে
যান্ত্রিক ত্রুটির কারণে তুমি  অসুস্থ নও তো
প্রাক বসন্তের নির্বাক কিছু মুহূর্তে
ঝরিয়ে দিয়েছিলে পাতা

এবার, সময়ের ডাকে

এক এক করে বধির হয়ে যাবে
দেহের অন্তিম আলো
ভষ্ম ওড়ার আগে
মেধাবী চেতনা নিয়ে শোনাবে আর একবার
ফেলে আসা সেই বনেদি শিরোনামের
চাণক্য বাণী




















পাথর রাত 
       
দু'টি কথা
জুড়ে জুড়ে হাঁটে
দু'টি ঘুম আসে
তড়িৎ জড়িয়ে
দু'টি মন উদাস বিহ্বল

কি দিয়ে খুঁড়বে মাটি
কি দিয়ে গাঁথবে রাজা-রাণী ঘর

অস্থির মা-পাখি
পাখার বাতাস টানে সারা রাত
জোড়া চোখ
আকাশের দিকে চেয়ে 
ঢং ঢং গোণে






















********************************************************************************



 রতন পালিত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন