শুক্রবার, ১৪ জুন, ২০২৪

ভুবনেশ্বর মন্ডল

 



ভুবনেশ্বর মন্ডল * দু’টি কবিতা 







নেকড়ে-কথা 

ক্ষুধার্ত নেকড়ে দাপিয়ে বেড়াচ্ছে লোকালয়

জঙ্গলও তাণ্ডব নাচে ঘরের উঠোনে

আদিম আগুন জ্বলছে তাঁবুতে সারারাত

ঝলসানো মাংস চাটছে এখনও প্রাগৈতিহাসিক

লালসার লালা চিবোচ্ছে সভ্যতার হাড়

জুল জুল বুনো চোখে হলুদ খিদের আগুন

দাউ দাউ পুড়ছে নড়বড়ে সভ্যতার সংসার

এখন বাকল খসার সময় পাল্টে যাচ্ছে ঋতু

উলঙ্গ জলবায়ু হাসতে হাসতে পগার পার

পোশাকের দিন কি তবে হয়ে গেছে শেষ?

অথচ প্রতি ঘরেই দেখি পোশাক ভর্তি সোকেস

আসলে নেকড়েটা মরেনি অলক্ষ্যে বেঁচে আছে

দিনে রাত ঘোরে ফেরে মনের আনাচে-কানাচে।





 








কেন এ প্রতারণা                

মোবাইল স্ক্রিনে প্রায়ই বেড়াতে আসছে উলঙ্গ

যৌনতার দরজা হাট করে খোলা

লালসার সিঁড়ি দিয়ে নামাচ্ছো রোজ লিবিডোর দেশে

তাই প্রিয়তম বন্ধু হুইস্কি জড়িয়ে ধরছে গলা

দুনিয়াতে আজ যেন কিছুই বিক্রি নেই দেহ-গন্ধ ছাড়া

কেন কৌশলে ঢোকাচ্ছো মগজে ছেলে ভুলানো ছড়া ?

এই যে এত রোদ এত তাপ ডাকছে পোড়া রুটি

তাও কেন আঙুলের ফাঁক দিয়ে গলছে জীবন ?

জানি দেহকোষে খিদে আছে থাকাটাই স্বাভাবিক

তবু অভিমুখ ঘোরাতে কেন এ প্রতারণা আলাদিন ?










***************************************************************



 ভুবনেশ্বর মন্ডল 

ভুবনেশ্বর মন্ডলের জন্ম ১৯৭০ সালের ২৫ শে মার্চ ,বীরভূম জেলার সিঙ্গারি গ্রামে। শিক্ষাগত যোগ্যতা বাংলা ভাষা ও সাহিত্যে এম এ। বীরভূম জেলার মাঠপলসা উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের সহ-শিক্ষক।বর্তমানে বীরভূমের সাঁইথিয়া শহরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা , ছোটগল্প, অণুগল্প এবং প্রবন্ধ লিখে চলেছেন নিয়মিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন