সৃশর্মিষ্ঠা * দু’টি কবিতা
আউট অফ্ সিলেবাস
আয়নার দুষ্টু ব্যকরণে
নিজেকে স্পষ্ট দেখেছি
আমার সিলেবাসে ছিল
ধাতুরূপ
শব্দরূপ
কামরূপ ছিল না
যদিও কামাখ্যায় দেখেছি
শুদ্ধ নির্জর খাদ
যার আর্দ্র শরীর জুড়ে ধর্ম।
উপাসনার শালীন বায়োপিকে
আদুরে যোনির শাসনে মাৎসর্য দমন
বর্ষা-অমঙ্গল
একটি ম্যাঁও অবলীলায় নদী ডিঙোলে
দেশের জলসংখ্যা কমে
সের সের রোদ
হারিয়েছে পৃথিবীর জৌলুস
এ পর্যন্ত সময় এমনই ছিল
হঠাৎ মেঘের স্বপ্নে
চাতকের হাসি
শাঁখার নক্সায় স্নানের আরাম
চলকে বাজে শুদ্ধ মালহার
তুমি বৃষ্টির আদলে
যুবতী সারঙ্গ, মূর্ত অহমিকায়
ছেঁড়ো রুদ্রাণী ধাগা
ওগো বর্ষামঙ্গলা
তোমার তলপেটের স্রোতে ভেসে গেছে
যে সোনার হরিণ
তার মিসিং ডায়েরি নিতে
লজ্জিত জঙ্গলমহলের চৌকিদার
***********************************************************************
জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন