শুক্রবার, ১৪ জুন, ২০২৪

মধুপর্ণা বসু

 
















মধুপর্ণা বসু * দু’টি কবিতা 











চলে যাবার আগে 

চলাচল থেমে গেলে আমার স্থবির জীবন সংখ্যায় গুনি,
এ শহরে ব্যস্ত চলে যাওয়া মুহূর্তেও ঋতুর গুনগুন শুনি।
এমনই এক ঘুমন্ত কুসুম ভোরে চলে যাবো ভেবেছি,
যেভাবে ঘুমের ভেতর সময়ের কাঁটা টুপ করে ঝরে
সেই সব স্নেহ মুখ হঠাৎ হারিয়ে যায় কুয়াশার ভোরে,
নিম নিম মাঝরাতে দক্ষিণের ঘুমন্ত চিন্তার পাড়ে।
সন্ন্যাসমনা, সব পসার গুটিয়ে আমিও তেমন,
হেলায় ছেড়ে চলে যাবো তেষ্টার ফেরারি মন।
শহরের নিভু নিভু শীতে উষ্ণতা ছোঁয়া দিয়ে যাবো,
শীতের চাদর টেনে হয়েতোবা কিছু পরিতাপ পাবো।
প্রয়োজন ফুরিয়েছে তবুও সব শব্দ অপচয় নয়,
ভেবেছি তোমায় দিয়ে যাবো আমার অর্জিত শ্রেষ্ঠ সময়। 






















শেষের পরে 

যারা ভালোবেসেছিল তারা ঘুমিয়ে আছে,
আমাদের অসহায়তা দীর্ঘ গুণিতক সময়,
কচুরিপানা আর শ্যাওলা শুষে নিল সবটুকু 
কবরের শীতল প্রেম, দীর্ঘ ঘুমের শোক যাত্রা।
মৃত্যুর উৎসবে তাদের যাবতীয় সংলাপ
পাথরের বুকে রয়ে যাবে হায়রোগ্লিফিক-
এসো, মরণের আড়ম্বর শেষে খুলে দিই দক্ষিণ
শুধু বাসনা রঙে ভরে দিয়েছে কেউ প্রাবল্য
রক্তাভ কিসানথিমাম গুচ্ছে ভীষণ রমনপ্রিয়
ঘাস ফুলেরা জড়িয়ে নিল সেই নিঃশব্দ সঙ্গম। 


























****************************************************************************************************




মধুপর্ণা বসু 

কলিকাতা আলিপুর অঞ্চলে বাড়ি। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং বি.এড পাশ। পারিবারিক ব্যবসার সাথে যুক্ত। বিভিন্ন পত্রপত্রিকায় লেখার সাথে সোশাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি। প্রথম কবিতা সঙ্কলন ২০১৯ এ 'মেঘের চিঠি ', দ্বিতীয় কবিতার বই ২০২২ শে 'মোহনার দিকে'। নানা পত্রপত্রিকায় নিয়মিত লেখার সাথে যুক্ত। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন