পঙ্কজ মান্না * দুটি কবিতা
তুমিও তো জানো
১.
তুমিও তো জানো,
কতটা রক্তাক্ত হলে জীবনের স্বেদবিন্দু
অসহ যন্ত্রণা কবিতার চিত্তরাগে মেশানো সম্ভব;
জীবনের চোরাস্রোতে এক-গঙ্গা অশ্রু বয়ে যায়,
আমারও ভেতর-কথা বিষণ্ণসুন্দর
ব'সে আছি স্থবির পাথর ,
কেউ ভাবে প্রেম নেই
অন্য কেউ কান্না শিখিনি ব'লে দাগিয়ে দিয়েছে
অথচ আবেগের মনি-মুক্তো শতবার ছেঁকে ছেনে
কবিতার অন্তর সাজাই
প্রেমিক-স্বভাবে চাতকের অসীম বিরহকথা লিখে চলে রাতের কলম
সমর্থনে আমিও কয়েক পংক্তি রাত জাগা
অসহ বেদনা লিখিনি আকাশে !
রঙে ও রেখায় আমিও আঁকিনি ছবি,
তৃষাতুর মানুষ-মানুষী!
স্বাতী আর অরুন্ধতী ,বন্ধুরা আমার,
ঈশ্বরের আদালতে সে-সবের সাক্ষ্য দিতে পারে
আমিও তো কবিতার কিশোরী পাতায় নিজেরই
তৃষ্ণার কথা লিখে রাখি ভবিষ্যের গোলাঘরে জমা হবে ব'লে
কেউ বলে পাথর! পাথর !
কান্না শিখিনি ব'লে ক্ষমাহীন দুয়ো দেয় কেউ
তবুও অন্তরের অশ্রু দিয়ে ধুয়েছি সোনালি রূপালি শব্দ
প্রতিটি অক্ষর
কবিতার প্রতি ইটে, নুড়ি আর পাথরকুঁচিতে
আমারই জীবনকথা খোদিত রয়েছে
২.
আমি কিন্তু ভালোই আছি --পঙ্কজ মান্না
আমি কিন্তু ভালোই আছি,
জীবনব্যাপী বিষের ছোবল, সহিংস দিন, ক্লিন্ন বাঁচা
দিনদুপুরে রাহাজানি স্বপ্নচুরি
যখন তোমার রাংতমোড়া প্রেমনিবেদন ক্লান্ত করে,
আমি তখন রংতুলিতে আঁকছি জীবন জীবনজোড়া
দুঃখনদীর তপস্যাতেই
দিন ফুরিয়ে রাত্রি কাবার
আমি কিন্তু ভালোই আছি
যখন তোমার নখের আঁচড় ,ছদ্মবেশী বন্ধু-আচার
রক্ত ঝরায় সমর্পণের ভেতর মহল
যখন তোমার সরল-সিধে তর্জনীতে ধ্বংসপ্রবণ অগ্নিগিরি
খাক করেছে গোপন ভেতর কাব্যকথার উৎসধারা,
তখন আমি ছায়াপথে একলা পথিক ,
স্বাতীতারার সরাইখানায় নিজেই নিজের হৃদয়মদে আত্মহারা
আমি কিন্তু ভালোই আছি
একলা একাই জীবন-নদীর ভাঙাগড়ার গান গেয়ে যাই
****************************************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন