ছোটন গুপ্ত * দু’টি কবিতা
অবতরণ কালে
না রাখা সময় তোমার জন্য বসে–
দূরত্ব রোজ ডাক দেয় একা থেকো
অশুভ শঙ্কা শুখা মৃত্তিকা চষে
মারণ সুমারি চরাচরে লিখে রেখো ।
রবি খরতাপে নতজানু কতকাল,
হাসি-উচ্ছ্বাস চোখ থেকে নেমে গেলে
মৃত নদী স্রোত নির্জলা বেখেয়াল
কেউ তো কোথাও অনাস্থা নিয়ে খেলে ।
বেচাকেনা হাট দূরে সরে যেতে চায়,
স্বকল্প রীপু সাততাড়া দেয়, এসো,
শ্বাপদ দু'চোখে আবছায়া ঈর্ষায়
বলে রাত হলো, একটুকু ভালোবেসো ।
কাছাকাছি
অনেকেই ইদানিং কাছাকাছি থাকে
সাথি হয় নির্ভয় দু'একজনা
নদীজল বয়ে চলে রবিকর হেসে ওঠে
আকাশও বেজায় আনমনা ।
কতোশত ছায়ামুখ কাঁপে জলতলে
বিপন্ন সময়ের জোছনার রাতে
কাটাছেঁড়া ক্ষত যত উপশম চেয়ে
স্বজনকে ডেকে যায় ভয়ে একসাথে ।
নদীর স্রোতের ধারা বয়ে চলে গেলে
পার থেকে দেখে যাই দূরে বহুদূরে
প্রিয়জন ডাক দিলে মনের খেয়ালে
দেখা হয় পুনরায় সোনা রোদ্দুরে ।
যে গানে আকাশে জাগে মেঘ ছায়া রোদ
সেই গানে সুর ওঠে প্রিয়তমা ঠোঁটে
কিছু কথা অপলক ভেঙে দিতে শোক
বাগানে পাখির গানে কলতান ফোটে ।
কেউ কেউ ডানা মেলে আকাশের পানে
উড়ে চলে যেতে চায় দিগন্ত খুঁজে
কেউ আছে কাছে এসে ভালোবেসে হাসে
আমারও শেকড়ে টান দুটি চোখ বুজে ।
********************************************************************
পেশায় বিদ্যালয় শিক্ষক, বয়স-৫৯, লেখালেখির অভ্যেস ছোটবেলা থেকে, মূলতঃ কবিতা লেখক। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ নয়টি। ১) আগুন বৃষ্টি ভালোবাসা, ২) ফিনিক্স আয়, ৩) দহন কালের কবিতা, ৪) নীরবতার শব্দমালা, ৫) অশোক লিপি, ৬) ছেঁড়া স্বপ্ন, অথবা, ৭) আলোর সন্ধানে, ৮) অসুখের বর্ণমালা, ৯) মগ্ন সময়ের ইতিকথা।কবিতায় সমাজ সময় মানুষকে ধরে রাখার চেষ্টা অবিরাম। 'আগুন বৃষ্টি ভালোবাসা' এবং 'ফিনিক্স আয়' প্রবীর দাশগুপ্তের নামে প্রকাশিত। পরবর্তী সাতটি কাব্যগ্রন্থ ছোটন গুপ্তের নামে প্রকাশিত। 'মগ্ন সময়ের ইতিকথা' মৈত্রীদূত প্রকাশনী, কল্যানী থেকে মে ২০২৪ প্রকাশিত।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন