মালা ঘোষ মিত্র * দু’টি কবিতা
বেজে ওঠে
মেট্রো থেকে নেমেই ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়
ট্রেনের হুইসেল বাজে, কত ট্রেন
১নম্বরে গিয়ে দেখি
ট্রেন এখনো প্লাটফর্ম ছাড়েনি,
চলতে শুরু করেছে,
উঠতে পারছি না,
কত মানুষ হাত বাড়ায়,
যদি হাত ফসকে যায় তাই প্লাটফর্মের চেয়ারে
নিশ্চিন্তে বসি----
আহা, বিশাল ছায়া নিয়ে ছাতিম গাছ
ভালোবাসা দিতে মোবাইল বেজে ওঠে,
অলিন্দে লাবডুব,
কথা হয়, ভেসে যায় অনন্ত আকাশে,
রামধনু আলোয় তন্নতন্ন করে খুঁজি
জলে উত্তাল তরঙ্গ, গভীর খাদে ঝরা পাতা
কেমন করে উড়ছে, কেবলই দেখি----
হাওয়া
বনের মধ্যে কারা পাতা পোড়ায়
ধোঁয়ায় ধোঁয়া-----
কৃষ্ণচূড়ার ফুলগুলি মেঘকে ডাকে
ঘাসগুলো বিবর্ণ হয়ে পড়ে থাকে,
তবুও খুঁজেই চলে নিজের সান্নিধ্য
কিছুই কি হয়নি--
গাধার পিঠে থেকে যায়
কালশিটের দাগ।
অনবরত ভুল হয়ে যায়।
মুগ্ধতাও বিষন্ন করে তোলে,
একান্ত যা কিছু,
নিস্তব্ধ মাঠে দাঁড়িয়ে বড়ো আপন
নিজেরই ছায়া----
শজারুর কাঁটা হয়ে ফেরে
হিমেল হাওয়া-------
**************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন