দ্রোহভাষ্য
নজর উল ইসলাম
কত বিষাদের গান বিষাদও পাইনি
নির্ভার দরাজের মুখে
কালি শুধু কালি নয় আকাল কলম্বাসে
ময়ূর সিংহাসন দেখি, ধ্রুপদীর ললনা দেখি
কাজলে কাজলে ভরে যায় মন-উঠোন
হৃদয়স্নান আর হল না এ জীবনে
উপাসনায় উপুড় শুধু ছলনার নীলজলে
বাঁকাপথ সোজাপথে আটকে নিদারুণ
রোজ রোজ এ সবুজ অরণ্য-দিন-রাতে
ভাষায় পুড়েছে আরও অপার ভুবন...
**********************************************************************
নজর উল ইসলাম
কবিতা এবং কবিতাকেই আঁকড়ে বাঁচতে চেয়েছেন নয়ের দশকের কবি নজর উল ইসলাম।১৯৭৩ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর বসিরহাটের পশ্চিম বিবিপুর গ্রামে জন্ম। হাদরিদ্র পরিবারে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেছেন নজর উল কবিতার হাত ধরেই।
দারিদ্র্যের কারণেই উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষার কৌলিন্য অর্জন না-করলেও নজর উল ইসলাম নিরন্তর কবিতাচর্চার কবি হিসেবে সমুজ্জ্বল দু-বাংলায়। তাঁর ক্রমান্বয়ে প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল ‘নদী এলেই তুমি এসে যাও’, ‘রাতপাখির দেহলি’, ‘আমিই সেই পথ’, ‘ ও বৃষ্টির মেঘ’, ‘মুখ লুকনো হৃদযমুনা’, ‘ মেঘপাখির আগুনলিপি’ প্রভৃতি। বাংলা সাহিত্যের প্রাতিষ্ঠানিক ও অসংখ্য লিটল ম্যাগাজিনে প্রবহমান তাঁর সৃজনশীল কাব্যকৃতির জন্য নজর উল ইসলাম পেয়েছেন চন্দ্রকেতুগড়, রিয়া ইন্ডিয়া এবং এখন বঙ্গদেশ সন্মাননা।



.jpg)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন