গোপাল চক্রবর্তী * দু’টি কবিতা
শিল্প
তিনতুড়ি শরীরের
অবাক ভাস্কর্য আমি।
বারবার তোমার হাতুড়ির ঘাত
বারবার দগ্ধ আগুনে।
ভেঙেচূড়ে যাই, লাভার মতো গড়াই,
ভয় পাই, বেড়াতে যাই।
তবুও অক্ষয় তনুমনময়
কত আকৃতির জন্ম মৃত্যু পেরিয়ে
আমি...
তোমার হে ভালোবাসা
বিপণ্ণতা ও বিদ্রোহের রুমাল উড়াই।
শিল্পী
গুছিয়ে রাখি ব্যথা।
ভাঁজ করে রাখি আদরে।
এভাবেই শিল্পীর কলা কৌশলে নির্মিত হয় সাঁচীর স্তূপ।
কোনো কোনো দিন আমি যেন জলদস্যু
তোমার সমুদ্র গিলে খাই চুমুকে।
ফুঁ দিয়ে উড়াই মেঘের স্থাপত্য।
একসময় অলস হয়ে আসে খুব
ধ্বংসের মাঝে হাঁটি ক্লান্ত পায়।
আগুনের ভাঁজ খুলে খুলে খুঁজি
হারানো বন্ধুর নাম।
**************************************************************
গোপাল চক্রবর্তীর জন্ম ১৯৮৯ সালে বরাক উপত্যকা আসামের সীমান্ত শহর করিমগঞ্জে। বাণিজ্যে স্নাতক এবং পেশায় শিক্ষকতায় নিয়োজিত আছেন।২০১৯ সাল থেকে নিয়মিত লেখালেখির সাথে জড়িয়ে আছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার বারান্দায় প্রথম পড়েছে আলো’ ২০২২ সালে ত্রিষ্টুপ পাব্লিকেশন থেকে প্রকাশিত। তার দ্বিতীয় কাব্যগ্রন্থমৃত পাণ্ডুলিপির রাত’ ২০২৪ সালে ‘এবং অধ্যায়’ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি উত্তরপূর্ব তথা পশ্চিমবঙের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখছেন। কাব্যগ্রন্থ : মৃত পাণ্ডুলিপির রাত প্রকাশক : এবং অধ্যায়






বাহ্ ভালো লেগেছে দুটি কবিতাই, শিল্প এবং শিল্পী।
উত্তরমুছুনশিল্পীকে অনেক শুভেচ্ছা