শুক্রবার, ১৪ জুন, ২০২৪

গুচ্ছ কবিতা * স্বপন নাথ



কবিতাগুচ্ছ * স্বপন নাথ







সারাৎসার 

কতদূর সর্প নাচালে

ছোবল নিশ্চিত --- সাপুরে জানে ।

সৌজন্য সারৎসার ষোলআনা ।

পশ্চাতে  সুরক্ষিত ক্রূরতা ঝিকমিক !

আঁশজলে চুপড়ি সম্মত ধূলোর রিক

কিছুই জানলে না - - -

ক্রূরতা ধূতে ধূতে

নাগালের জলে কতটা বিষ গুলে গেল ?

খেয়াল করলে না !

বর্তে তো গেলয় কেউ

তুমি ব্রাত্য রয়ে গেলে 

সৌজন্যের বাতিঘর ইলেকট্রিক বাল্বে তিরতির ---


নিচু

আক্রমন কেউ করেনি তাকে ।

সেও আক্রমনাত্মক নয় কারো প্রতি ।

তবু কেউ আক্রমনতো করতেই পারে ,

হিংসা দ্বেষ পুষে রাখতে পারে সেও ;

অগত্যা সতর্ক সন্ধেহ :

আড়চোখাচোখি !

মুখ নিচু ।

নিবুনিবু ঈশারা পিছুপিছু।

জলে জীভ নেচেছে নিচুনিচু - - - -













বিবর

কিছু যে বলবো

ইচ্ছে করে না ।

বাক সরে না - - - 

বাক্যগুলো পদের যে যোগ্যতা দাবী করে ;

শ্রোতৃবর্গের স্থানাঙ্ক মেলে না ।

নির্ণয়ে ভেজে না আলো ।

অন্ধকার বিবরে কালো 

নৈশযাত্রীর কোলাহল গড়ায় সঘণ।


টান

ধীর হয়ে গেছে গতি

পায়ে পায়ে লেগে গেছে টান ।

এখন যেদিকেই বলো 

চলে যাওয়া রঙ বেমানান ।

বরং শ্রাবণে ভেজো

আমন্ত্রণিকায় গজাক মূলোত্রাণ ।

উৎসে রাঙানো সব পথ

একাকী ইশারায়  চুপ চমকালে 

তুমি ও সে আমি হয় ।











*********************************************************************************************************



স্বপন নাথ 

পিতা : বলাই চন্দ্র দেবনাথ।মাতা:শ্রীমতি মায়া নাথ।গ্রাম-বেটিয়ারী, ডাকঘর- নলপুর,  থানা-সাঁকরাইল, জেলা- হাওড়া,পেশা- শিক্ষকতা ।
নেশা-লেখা , মূলত কবিতা ও প্রবন্ধ ।
প্রকাশিত কাব্যগ্রন্থ : আটটি। প্রথম প্রকাশ (2006)বাতুল বালিয়াড়ি। পর্যায়ক্রমে মৃত্যুজপ শীলিত পরিক্রমা, চন্দ্র হলো না,সেই হরিণী যেই হরিণী, দ্বীপজন্ম, আয়াত পেরনো জল, গ্রহণ,   প্রভৃতি । সবকটিই শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের তদারকিতে প্রকাশিত । প্রকাশিতব্য "ছিপ ধরা প্রহর "2022কোলকাতা বইমেলা ।
"আয়াত পেরনো জল" কাব্যগ্রন্থটি 2020 অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কারে মনোনিত হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক আবৃত্তি বিভাকর সম্মানে ভূষিত ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন