শুক্রবার, ১৪ জুন, ২০২৪

জবা ভট্টাচাৰ্য



ঝরা_কামিনীর_কথকতা

জবা ভট্টাচার্য 


সেইদিন 
যেদিন দুহাত ভরে কামিনীর গন্ধ  দিয়ে
মন্দ্রস্বরে বলেছিলে-- "ভালো থেকো"
তোমার শ্যামবর্ণ দীর্ঘ দেহ,শালকান্ডের মত
আশ্রয়দাতা বক্ষপট নিয়ে,যেদিন চৌকাঠ পেরিয়ে      গেলে

সেইথেকে বহুদিন শব্দ দুটো মগজে মাকড়সার জালে
আঠালো রসে আটকে যাওয়া পোকার মত ছটফট করে,
জাল ছিঁড়তে পারে না।
শব্দ দুটো মাঝরাতে কত কতবার নিঃশব্দ
ঘাতক হয়ে খুন করেছে আমাকে!
ভোররাতে তোমার ঠোঁট হয়ে, নাভীতে ঋতু হয়ে
অসম্ভব রকম লন্ডভন্ড করেছে,যার কোনও নাম নেই
যা শুধুই বুকে হয়।
  

এখন আমি চোখের নিচে জমে থাকা কালির জন্য 
দীর্ঘশ্বাস  ফেলি না--
মুখের মেচেতা ঢাকার জন্য প্রসাধনের কাছে নত হয়ে
করুণা যাচি না।

 রক্তে ভেসে গেছে রাধার কথকতা,
 তবু  বেশ ভালো আছি এমন করে
 শিরায়  অ্যান্টিভেনাম  ভরে।












*********************************************************************************************




জবা ভট্টাচার্য

জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই  কলকাতায়। বিবাহ সূত্রে  উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত  সাজি, মান্দাস,  বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত  হয়েছে। নিজের  একটি কবিতা সংকলন  আছে "মাধুকরী  মন"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন