শুক্রবার, ১৪ জুন, ২০২৪

লিটন শব্দকর



লিটন শব্দকর * দু’টি কবিতা 


ডাকাতিয়া রোডম্যাপ

ক্ষতি কি যদি ধুয়ে ফেলি ডাকাতিয়া প্লাবন!


দূর ঠিকানায় শিশিরের রোডম্যাপ

ওপথে শহরে পৌঁছোনো গেলেই

নীরবে দেখার অববাহিকায় মেরুন অস্তরাগ 


সপ্তাহান্তে পাখিদের কথা স্মরণ করে বাতাস











ভোজ

নৈশভোজের অব্যবহৃত থালা 

থেকে দীর্ঘ নোনাঘুম 

পাশ ফিরে শোয়...! 


         ঘরে লবণ ওড়ে 

         তড়িৎ-পাখার ঘনিষ্ঠতায়


         মাংসগন্ধী একটি দিবস উদযাপন 


মাছের বাসযোগ্য নির্মিত হ্রদে

দাঁড়িপাল্লার নিশ্চিন্ত জলীয় যাপন













***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন