বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

লিটন শব্দকর




লিটন শব্দকর * দু'টি কবিতা










এবং ল্যাম্প 

কতকালের ঘুমহীন ভোরের মেঘ
যদি ডানা মেলে উড়ে আসতে চায়
রোদ তাকে উঠোনের তারে মেলে দেয়

শেকড়ের জল বলতে এখন সে জানে 
চোখের সার্কাস, রিং, এক চাকাওয়ালা সাইকেল

ও কারো নিশিকান্না, কোনোদিন। 
শুধু বুঝতে শেখেনি 
          অদেখা তানপুরা মাটিচাপা দেওয়ায়
          চাপ চাপ রক্ত ফুটেছে মেঠোপথে 

ফুটপাতে শিশিরাসিক্ত ল্যাম্প জানায়
পান্থ, এ শহরে আর আসবে না


















ভাতের শহর

মহাকাশের উঠোন ফিরিয়ে নেওয়া 
ভ্রাম্যমাণের কম্ম নয় বলে জেনেছি 

তারাদের অবাক উল্লাস জমা হোক
পায়রার খোপে, আমি লিখছি ভাত

আহা কত বিরলে শহরেরই জলে
কাঁচা ইটের মতো পোড়ে বেচাকেনা সম্ভ্রম 
চশমার জার্ণালে।


























***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন