সৌমিত বসু * দু'টি কবিতা
জীবন এক আশ্চর্য দূরবীন
সমস্ত কৌতূহল আমি জড়ো করে আগুনে রেখেছি।
তুমি তাতে পাখার বাতাস।
পাখার ঝালর জুড়ে আমি শুয়োপোকা।
তোমার স্তনের ওপর একবার হেঁটে গেলে জীবন সার্থক।
কয়েক আলোকবর্ষ দূরে তোমার চোখের জল হয়ে জন্মাতে চেয়ে রাদারফোর্ডকে চিঠি লিখি, তিনি আমায় তুলে দেন ডারউইনের হাতে।সেই থেকে আমি যোগ্যতাপ্রমানের মাপকাঠি নিয়ে বসে আছি চাঁদের ওপর।
ঘাটে ধেয়ে আসছে নৌকোগুলো কে কার আগে পৌঁছুতে পারে
একমাত্র তোমার সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই
নেই সময়ের অযোগ্যতা ঘিরে গ্যালাক্সির আলো ফেলা পথ
তোমার জয়ের সাথে আমার শরীরে মাখা রেণু, তোমার জ্বরের সাথে আমার শরীর পুড়ে যায়।
সারাদিন মনে পড়ে তোকে
সারাদিন গুটিপোকা হয়ে স্বপ্নের এফোঁড়- ওফোঁড়
এতো যে কথা হলো সব জানে কৌতূহল, সব জানে পাখার ঝালর।
দেওয়াল
একটা বাতাস আর একটা বাতাসকে বললো
এসো হাত ধরো, খেলা করি
দ্বিতীয় বাতাস বললো
এটা পার্টি এল্যাও করবে না।
একটা ধর্ম আর একটা ধর্মকে বললো
এসো আমরা ভাইবোনের মতো একসাথে থেকে যাই
মহারাজ ও হুজুর বললেন,
এতো কামকে ডেকে ঘরে নিয়ে আসা।
একটা মৃত্যু আর একটা মৃত্যুকে বললো
এসো জীবন উদযাপন করি--
জীবন এলো। পিঁড়ি পেতে বসলো। আলগোছে
সৌমিত বসু
সৌমিত বসু বাংলা কবিতায় একটি পরিচিত নাম। রোমান্টিকতার ছদ্ম আবরণে, প্রতীকী ব্যঞ্জনায়, এক অননুকরণীয় কাব্যভাষায় কথা বলেন কবি। তাঁর কথা বলার এমন স্বরক্ষেপে পাঠক মোহাবিষ্ট হন। সৌমিত বসুর কয়েকটি জনপ্রিয় কাব্যগ্রন্থ----
বিষণ্ণতর শব্দের দিনগুলি * বোধিবিন্দু
আরশিমাছের চোখ *
আমার সন্তান যেন থাকে রাইটার্স-এ *
ডানার আনন্দরঙ * কৃষ্ণকথা ইত্যাদি । খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন